‘দিদির দলে জীবন উৎসর্গ করে দেওয়া কর্মী আছেন’, বললেন অখিলেশ
Didi's team has workers who have sacrificed their lives

The Truth of Bengal: ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এমন কিছু কর্মী-সমর্থক আছেন যারা জীবন দিতে পরোয়া করেন না। তাঁদের জন্য মমতা দিদির কাছে কতটা সম্মান আছে তা আজকের এই অনুষ্ঠান বলে দিচ্ছে।‘ এই কথা বলে তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে বক্তব্য শুরু করেন সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক অখিলেশ যাদব। এদিন বিমানবন্দরে নেমে অখিলেশ সোজা পৌঁছে যান কালীঘাটে মমতার বাড়িতে। সেখানে কিছুক্ষণ ছিলেন তিনি। সেখান থেকে একসঙ্গে সভাস্থলে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব। অখিলেশ সভায় পৌঁছনোর আগে তাঁর প্রশংসা করেন অভিষেক। বলেন, “বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকেছেন মমতা-অখিলেশ।”
অখিলেশ যাদবের সঙ্গে আছেন সপা নেতা কিরণময় নন্দ। বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ তিনি বিমানবন্দরে নামেন। সেখানে থেকে তিনি সোজা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির দিকে রওনা দেন। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবরই দারুণ সম্পর্ক অখিলেশের। দলের অন্যতম বড় এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ জানা অখিলেশ যাদবকে। তাঁর আমন্ত্রণে কলকাতায় আসেন অখিলেশ। সভা শেষে মমতা –অভিষেকের বিশেষ বৈঠক হওয়ার কথা আছে বলে জানা যাচ্ছে।