কলকাতা

মেলার প্রস্তুতি দেখতে গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী

Chief Minister will visit Gangesagar

The Truth of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৩রা জানুয়ারি সকালে গঙ্গাসাগর যাচ্ছেন। ডুমুর জলা স্টেডিয়াম থেকে তিনি হেলিকপ্টারে যাবেন। নামবেন সাগরদ্বীপ হেলিপ্যাড। ওখানে ৫ ই জানুয়ারি পর্যন্ত থাকবেন। ৫ই জানুয়ারি দুপুরে তিনি কলকাতায় ফিরবেন।

গঙ্গাসাগরের মেলার প্রস্তুতি দেখতেই মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর যাচ্ছেন। মুখ্যসচিব, ডিজি সহ রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের পদস্থ অফিসাদের সঙ্গে ওখানে বৈঠক করবেন তিনি। মেলাকে কেন্দ্র করে যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য কয়েকদিন আগে তিনি নবান্নে প্রশাসনিক বৈঠক করেছেন। এবার সরজমিনে খতিয়ে দেখতে গঙ্গাসাগর যাচ্ছেন তিনি।

মেলাকে সুন্দর ও নিরাপদভাবে পরিচালনার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি মেলার সকল স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের নির্দেশনা দেবেন।

Related Articles