শনিবার রাতেই দুবাই হয়ে লন্ডন যাত্রা মুখ্যমন্ত্রীর
Chief Minister leaves for London via Dubai on Saturday night

Truth Of Bengal: জয় চক্রবর্তী: লন্ডনের হিথরো বিমানবন্দরের পাশে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিমান উঠান আমার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছে। সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইংল্যান্ড সফর কিছুটা পিছিয়েছে। শনিবার রাতে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী।
শনিবার সকালেই রওনা হওয়ার কথা ছিল। সময়টা কিছুটা পরিবর্তন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার রাত সাড়ে আটটা নাগাদ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাবেন দুবাইয়ের উদ্দেশ্যে। সেখান থেকেই মুখ্যমন্ত্রী ব্রিটেনে নামবেন। ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত পরপর অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা ছাড়াও এই রাজ্যে যাতে বিনিয়োগ আসে তার জন্য অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ব্রিটেনে যাবেন বলে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সচিব পর্যায়ে ট্রাস্ট ফোর্স গঠন হয়েছে। যারা নিয়মিত মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখে রাজ্য পরিচালনা করবেন। পাশাপাশি বেশ কিছু মন্ত্রীদের নিয়ে তৈরি হয়েছে গ্রুপ অফ মিনিস্টারস। ২৯ তারিখ কলকাতায় ফেরার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।