কলকাতা

বিশ্বকাপ ফাইনালে ভারতের হার নিয়ে বিজেপি কে দুষলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee

The Truth of Bengal: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মীসভায় কেন্দ্রের বিজেপি সরকারকে একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি তিনি বিশ্বকাপ ফাইনাল আহমেদাবাদে হওয়া নিয়েও বলেন। মুখ্যমন্ত্রী বলেন, ভারতের বিশ্বকাপ ফাইনাল খেলা কলকাতা বা ওয়াংখেড়েতে হলে আমরাই জিততাম বিশ্বকাপ আমরাই পেতাম। আমাদের ছেলেরা খুব ভালো খেলে, প্রত্যেক কটা ম্যাচ জিতেছে, আর আমেদাবাদে গিয়ে হারতে হয়েছে, সব গেরুয়া করে দিয়েছে।

তিনি আরও বলেন, মেট্রো স্টেশনের রং গেরুয়া করে দিচ্ছে, স্টেডিয়াম নিজের নামে তৈরি করছে, ক্রিকেট খেলা তেও গেরুয়া রং এনে দিয়েছে, ফুটবল খেলাতেও গেরুয়া রং এনে দিয়েছে, সব জায়গায় গেরুয়া করে দিচ্ছে।
আবার আমাদের চিঠি দিয়ে বলছে সুস্বাস্থ্য কেন্দ্র গেরুয়া করে দিতে হবে। আমি বলেছি ভাগ, টাকা দিতে হবে না। আর তো তিন মাস আয়ু। ১, ২, ৩ এবার বিদায় দিন। একটা বিল পাশ করতে দেয় না। সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না। আমি নিজে গিয়ে কথা বলেছিলাম। তারপরেও সব কটা বিল আটকে রেখেছে। রাজ্য সরকারের টাকায় খাবেন, পুরস্কার দেবেন, আর কালারফুল লাইফ কাটাবেন। আর বিল পাশ করতে দেবে না। যেন সব হিটলারের শাসন একটা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ভিতুর দল একটা। আমি জোটের নাম দিলাম ইন্ডিয়া। পরের দিন ওরা ভারত বলা শুরু করেছে। আরে আমরাও তো ভারত বলি। মোদি বাবু আপনি সংবিধান বদলাবেন কি করে? কয়লা কাদের নিয়ন্ত্রণে? সিআইএসএফ এবং বি এস এফ, থাকে সীমান্তে। গোরু আসে ইউপি, রাজস্থান থেকে। তখন টাকা খায় না? তখন কি তোমরা লজেন্স খাও ? যা বলছি শুনে রাখুন। আজ আমাদের অনেকে জেলে। তাই নিয়ে খুব হাসছেন। পার্থ, মাণিক, বালু জেলে। যখন আপনারা থাকবেন না। তখন কোথায় থাকবেন?
সেলে না কোলে?

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, যাঁরা বাংলার শিল্প বাণিজ্য সম্মেলন নিয়ে কটাক্ষ করেন, তাঁদের বলছি আপনারা বলে বেড়ান বাংলায় শিল্প সম্মেলন হয় আর কিছু হয় না। এইবারের শিল্প সম্মেলন থেকে অভাবনীয় সাফল্য পেয়েছি আমরা। রাজস্ব বেড়েছে আমাদের। আর এই বিনিয়োগ প্রস্তাব থেকে এক কোটি কর্মসংস্থান হয়েছে এই বাংলায়।
মুখ্যসচিবকে বলেছি শ্বেতপত্র প্রকাশ করতে। যাঁরা সব সময় কটাক্ষ করে তাঁদের দিয়ে দিতে বলেছি।

Related Articles