সাইবার ক্রাইমে প্রতারিত নাগরিকদের টাকা ফেরত দিলো বিধাননগর পুলিশ
Bidhannagar Police returns money to citizens cheated in cybercrime

Truth Of Bengal: সাইবার প্রতারণার ফাঁদে পরে টাকা খুইয়েছেন অনেকেই। তাই জনগণের টাকা ফিরিয়ে দিতে বিধাননগর সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে রিকভারি সেল বানানো হয়। সাধারণ জনগণের টাকা যাতে প্রতারক দের হাতে না চলে যায় সেই জন্যই এই পদক্ষেপ। যে সমস্ত টাকা সাইবার ক্রাইম পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে তা ইতিমধ্যেই জনগণদের ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করা হয়েছে।
সোমবার বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে ডিসিডিডি কুলদীপ সানোওয়ানি সাংবাদিক বৈঠক করেন। সেখানে সাইবার প্রতারণার ফাঁদে পরে টাকা খোয়ান ব্যাক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়। বিধাননগর কমিশনারেট জানান, প্রায় দুই কোটি টাকা ফেরত দেওয়া হয়ছে সাইবার ক্রাইমের স্বীকার প্রতারিতদের। বিধাননগর সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে উদ্ধার করা টাকা যারা ফেরত পেয়েছেন তাদেরকে প্রতীকী চেক দেওয়ার ব্যবস্থাও করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিহির রায়, অভয় কুমার জানা, সহ প্রমুখ ব্যক্তিরা। যারা সাইবার ক্রাইমের দ্বারা প্রতারিত হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত এক ব্যক্তি জানান যে, তিনি আই আর সিটিসি থেকে ট্রেনের টিকিট বাতিল করার সময় সাইবার প্রতারকদের হাতে পরেন। তিনি টিকিট বাতিল করার সময় ট্রেনের ভাড়া ফেরত চাইলে তাকে প্রতারণা সম্মুখীন হতে হয়। তার ব্যাঙ্কে ট্রেনের ভাড়ার টাকা ফেরত চলে যাবে বলে দাবি করেন এক ব্যাক্তি।
তারপর তাকে একটি লিঙ্ক পাঠায় প্রতারক এবং সেই লিঙ্ক দিয়ে একটি ওয়েবসাইট ডাউনলোড করতে বলে এবং ডেবিট কার্ডের ছবি পাঠাতে বলে। এরপর সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় তিন লক্ষ্য টাকা তুলে নেয় সাইবার প্রতারকরা। এরপর বিধাননগর সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে তিনি তার টাকা পুনরায় ফেরত পান। বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে ডিসিডিডি কুলদীপ সানোওয়ানি জানান, বিধাননগর সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে তৎপরতার সাথে সাইবার ক্রাইমে খোয়া যাওয়া টাকা ফেরানোর চেষ্টা চলছে।