বাংলার বাড়ি প্রকল্প: অ্যাকাউন্টে টাকা ঢুকবে নতুন তালিকাভুক্ত কয়েক হাজার উপভোক্তার
Banglar Bari Project: Money will be deposited into the accounts of thousands of newly registered consumers

Truth Of Bengal: রাজ্যের গরিব মানুষের জন্য ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় মোট ২৮ লক্ষ উপভোক্তা বাড়ি তৈরির অনুদান পাবেন। প্রথম দফায় ১২ লক্ষ উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাঁদের বেশিরভাগই ইতিমধ্যে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়েছেন। তবে কিছু উপভোক্তার ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যার কারণে অর্থ প্রদান সম্ভব হয়নি।
এই কারণে, বাকি থাকা ১৬ লক্ষ উপভোক্তার তালিকা থেকে কয়েক হাজার ব্যক্তিকে অর্থ সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনের সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন হাজার উপভোক্তাকে খুব শীঘ্রই অর্থ পাঠানো হবে। সম্প্রতি, পঞ্চায়েত দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ‘বাংলার বাড়ি’ প্রকল্পের জেলার নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে জানানো হয়, পার্মানেন্ট ওয়েটিং লিস্টে (পিডব্লিউএল) থাকা উপযুক্ত উপভোক্তাদের দ্রুত টাকা দেওয়া হবে। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, ‘রাজ্যের কেউ এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন না। বরাদ্দ অর্থ যথাযথভাবে বিতরণের জন্যই এই ব্যবস্থা।’
প্রশাসনিক সূত্রে জানা গেছে, চলতি অর্থবর্ষের মধ্যে অর্থ প্রদান সম্পন্ন করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। অর্থ ফেরত গেলে তা নতুন করে বরাদ্দ করার প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে। তাই, দ্রুত অর্থ বিতরণ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে বাকি ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিতে প্রায় ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর আগে, প্রথম পর্যায়ে ১২ লক্ষ উপভোক্তাকে ৭,২০০ কোটি টাকা দেওয়া হয়েছিল।