কলকাতা
ভবানীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রান হারালেন যুবক
A young man died due to electrocution in Bhavanipur

Truth Of Bengal: ‘দানা’র দাপটে বৃহস্পতিবার রাত থেকে কলকাতা ও জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণ দেখা গিয়েছে। যার জেরে জলমগ্ন হয়েছে প্রায় এলাকা। ভবানীপুরের জাস্টিস দ্বারকানাথ রোডও বাদ পড়েনি। সেখানেই ঘটল এই মর্মান্তিক ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাল এক যুবক।
জানা গিয়েছে, মৃত যুবকটির ওই এলাকায় একটি ভুজিয়ার দোকান ছিল। নিজের সেই দোকান থেকে বার হওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। পুলিশ সূত্রে খবর, জাস্টিস দ্বারকানাথ রোডে ‘জাস্টিস কোড’ নামে একটি বহুতল রয়েছে। আর সেই বহুতলের রেলিং বৈদ্যুতিক আলো দিয়ে সুসজ্জিত করা হয়েছিল। দোকান থেকে বেরিয়ে ফুটপাত দিয়ে যাওয়ার সময় কোন কারণে ওই বাড়ির ভিজে রেলিং-এ হাত দিয়েছিল ওই যুবক। তারপর বিদ্যুতের শক খেয়ে নিমেষের মধ্যে ছিটকে পড়ে ওই যুবক। এভাবেই একটা তরতাজা প্রাণ শেষ হয়ে গেল।