বাংলার সাফল্যের প্রতীক! মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে গর্বের সুর রাজ্যপালের কণ্ঠে
A symbol of Bengal's success! Governor expresses pride over CM's London visit

Truth of Bengal: রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা— যে মাটির গন্ধে সাহিত্য, সংস্কৃতি ও স্বাধীনতার চেতনা মিশে আছে, সেই বাংলার মুখ্যমন্ত্রীই আমন্ত্রিত ব্রিটেনে! যে দেশ প্রায় দুইশো বছর ভারতকে শাসন করেছে, সেই দেশেই বাংলার মুখ্যমন্ত্রীকে বিশেষ সম্মানে আমন্ত্রণ জানানো হয়েছে। এ নিয়ে গর্বিত রাজ্যপাল সিভি আনন্দ বোস।
শনিবার এক বণিকসভার অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, “বাংলার যে কোনও ভালো ঘটনাই আমাকে আনন্দিত করে। মুখ্যমন্ত্রী লন্ডনের বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে যাচ্ছেন, এটি বাংলার গৌরবের মুহূর্ত। এই সম্মান শুধু ব্যক্তিগত নয়, আসলে এটি বাংলার সাফল্যের প্রতীক।”
অক্সফোর্ডসহ লন্ডনের তিনটি নামী কলেজ ও বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে। শিক্ষার্থীরা তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের গল্প শুনতে আগ্রহী। পাশাপাশি, ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নারীর ক্ষমতায়নে তাঁর নেওয়া বিভিন্ন উদ্যোগও আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। শিল্পক্ষেত্রে রাজ্যের সংস্কার ও নাগরিক পরিষেবার আমূল পরিবর্তন নিয়েও ব্রিটিশ প্রতিনিধিরা জানতে চান।
শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন। দুবাই হয়ে টেমস নদীর তীরে পৌঁছবেন তিনি। এই সফর যে রাজ্যের গর্বের প্রতিচ্ছবি, তা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।