
The Truth of Bengal, Mou Basu: পুজোর আগে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য বিদ্যুৎ দফতরে (ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট) জেনারেল ম্যানেজার ও মাইনস ম্যানেজার পদে কর্মী নিয়োগ করবে। পুরুষ ও মহিলা, উভয় প্রার্থীই আবেদনযোগ্য। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ১৬ অক্টোবর।
জেনারেন ম্যানেজারের শূন্যপদ ৩টি। ১টি আর্থিক ভাবে দুর্বল অসংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য। ১টি তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত। জেনারেল ম্যানেজারের পদ স্থায়ী। মাইনস ম্যানেজারের পদটি চুক্তিভিত্তিক। শূন্যপদ ২টি। একটা তপশিলি জাতি ও আরেকটা তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত। ২টি পদেই শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন না।
জেনারেল ম্যানেজার (মাইনিং) পদে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি স্বীকৃত ৪ বছরের পূর্ণ সময়ের বিই/বিটেক ডিগ্রি /ইন্টিগ্রেটেড এমটেক/ডুয়াল ডিগ্রি বিটেক-এমটেক প্রোগ্রাম/বিএসসি-বিটেক, মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক।
চাকরির যোগ্যতা: কয়লা খনির ম্যানেজার হিসাবে ন্যূনতম ২০ বছরের কাজের অভিজ্ঞতা।
মাইনে: পে স্কেল ১,৪৭,৩০০ থেকে ২,০৪,৫০০ টাকা পর্যন্ত।
বয়সসীমা: ২০২৩ সালের ১ সেপ্টেম্বরের নিরিখে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৫৮ বছর।
চুক্তিভিত্তিক মাইনস ম্যানেজার পদের জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং।
৫-১৫ বছর কয়লা খনিতে পোস্ট কোয়ালিফিকেশন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাইনে: মাসে ৮২ হাজার টাকা।
বয়সসীমা: ১ সেপ্টেম্বরের নিরিখে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৫৫ বছর।
শর্টলিস্টে থাকা বাছাই করা চাকরিপ্রার্থীদের কলকাতায় পার্সোনাল ইন্টারভিউয়ে ডাকা হবে।
রাজ্য বিদ্যুৎ পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট “www.wbpdcl.co.in” গিয়ে “Apply Online” লিঙ্কে ক্লিক করে একমাত্র অনলাইনে আবেদন জমা করা যাবে। অন্য কোনো ভাবে আবেদন গ্রাহ্য হবে না। আবেদন করার সময় আবেদনকারীর কাছে বৈধ মোবাইল নম্বর, ইমেইল আইডি, আধার কার্ডের নম্বর ও স্ক্যান করা সম্প্রতি নতুন তোলা নিজের রঙিন পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। জাতিগত শংসাপত্র আপলোড করতে হবে। সমস্ত নথিপত্র আপলোড করা হয়ে গেলে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন স্লিপ ডাউনলোড করে রাখতে হবে ভবিষ্যতের কাজের জন্য। ইন্টারভিউয়ের সময় কাজে লাগবে। বাছাই করা চাকরিপ্রার্থীদের কলকাতায় ইন্টারভিউয়ের জন্য কল লেটার ইমেইল আইডি ও মোবাইলে পাঠানো হবে।
Free Access