উত্তরবঙ্গের জেলায় স্বাস্থ্য দফতরে ৪৮ শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।
Truth Of Bengal: উত্তরবঙ্গের জেলা জলপাইগুড়ির চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে ৪৮ শূন্যপদে নিয়োগ করা হবে। ২৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট www.jalpaigurihealth.com মারফত। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পর কাজের জন্য মেডিক্যাল ও নন-মেডিক্যাল পদে নিয়োগ করা হবে। অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরি। লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ২-২৭ ডিসেম্বর পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া চলবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অডিওলজিস্ট ও স্পিচ থেরাপিস্ট পদে শূন্যপদ ১, স্ত্রীরোগ বিশেষজ্ঞ পদে শূন্যপদ ১, নবজাতক সহায়িকা পদে শূন্যপদ ১, রাঁধুনি কাম কেয়ারটেকার পদে শূন্যপদ ১, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পদে শূন্যপদ ১, এসটিএলএস পদে শূন্যপদ ১, টিবি এইচভি পদে শূন্যপদ ১, ডিস্ট্রিক্ট পিএমডিটি পদে শূন্যপদ ১, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে শূন্যপদ ৪, মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ১, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে শূন্যপদ ৫, পুরুষ কাউন্সেলর পদে শূন্যপদ ১, কাউন্সেলর আইসিটিসি পদে শূন্যপদ ১, কাউন্সেলর পদে শূন্যপদ ১, ব্লক পাবলিক হেল্থ ম্যানেজার পদে শূন্যপদ ১,
মেডিসিন, শিশুরোগ, স্ত্রীরোগ ও চক্ষু বিভাগে মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ৫, মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ৩, স্টাফ নার্স পদে শূন্যপদ ৪, কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট আরবান পদে শূন্যপদ ৪, যোগা ইনস্ট্রাক্টর পদে শূন্যপদ ৬ ও মলিকিউলার বায়োলজিস্ট পদে শূন্যপদ। বিভিন্ন শূন্যপদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। মেডিক্যাল অফিসার ও বিশেষজ্ঞ চিকিৎসক পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৮-৭০ হাজার টাকা করে।






