IPL 2024খেলা
Trending

জয়ের সরণিতে চেন্নাই সুপার কিংস, পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে সিএসকে

CSK is Third In the Points Table

Truth Of Bengal: রবিবাসরীয় সন্ধ্যায় প্যাট কামিন্সদের হারিয়ে লিগ টেবিলে তিন নম্বর স্থানে উঠে এল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। পাশাপাশি ম্যাচ জিতে চলতি আইপিএলের প্রথম সাক্ষাৎ -এর মধুর প্রতিশোধ  নিল ঋতুরাজরা।

দুম্যাচ পর জয়ের সরণিতে ফিরল চেন্নাই সুপার কিংস। সঙ্গে উঠে এল গ্রুপ টেবিলের থার্ড পজিশনে। এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। ফলে, প্রথমে ব্যাট করতে নামে চেন্নাই। ওপেনার অজিঙ্ক রাহানে ৯ রানে আউট হলেও জ্বলে ওঠেন ম্যাচের সেরা চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার । ১০টি চার ও তিন ছক্কা হাঁকিয়ে ৫৪ বলে ৯৮ রানের চোখ ধাঁধানো ইনিংস উপহার দেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন মিডল অর্ডার ব্যাটসম্যান ডেরেল মিচেল। স্কোরবোর্ডে যোগ করেন ৫২ রান। শেষদিকে দুরন্ত ফর্মে থাকা শিবম দুবের ঝোড়ো ৩৯ রানের সুবাদে চেন্নাই করে ২১২ রান। এদিন তুষার প্রথম স্পেলেই সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মাকে আউট করে অরেঞ্জ আর্মির ব্যাটিংয়ের কোমর ভেঙে দেয়। তিন ওভারে ২৭ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন দেশপান্ডে। সেখান থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি প্যাট কামিন্সের ছেলেরা। শেষপর্যন্ত ১৩৪ রানে গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস। ফলে ঘরের মাঠে হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়ে প্রথম হারের প্রতিশোধ নিল ধোনি,রাহানেরা। দু-ম্যাচ পর চেন্নাই ফের জয়ে ফিরতেই যে প্লে অফের লড়াই আরও কঠিন হয়ে গেল তা বলাই বাহুল্য।

Related Articles