সতর্কতা জারি ১৭ টি জেলায় , ৪৫-৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়
Warning issued in 17 districts, the storm will blow at a speed of 45-60 km

The Truth Of Bengal: বুধবার বেলা বাড়লেই বাংলাদেশের ১৭ টি জেলার ওপর দিয়ে বয়ে যাবে তুমুল ঝড়। দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলেও আবহাওয়াদপ্তর সূত্রে খবর। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে দেওয়া হয়েছে এই তথ্য।
রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ঝড়ের আশঙ্কা রয়েছে। এমনটাই হাওয়া অফিস সূত্র খবর।
ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বইবে এই ঝড়। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বয়ে আসবে ঝড়টি। ১৭ টি জেলায় জারি রয়েছে কড়া সতর্কতা। এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, হাওয়া অফিস তরফে।
প্রসঙ্গত, ভারতের উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে বিদ্ধস্ত এলাকাবাসী থাকে পর্যটকেরা। দক্ষিণবঙ্গেও ইতিমধ্যেই প্রবেশ করেছে মৌসুমী বায়ু । এবার বাংলাদেশের ১৭ টি জেলায় সতর্কতা জারি করলো হাওয়া অফিস।