আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সমীক্ষা বলছে সুইং স্টেটগুলিতে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প

US presidential election poll shows Donald Trump ahead in swing states

Truth of bengal: ৫ নভেম্বর আমেরিকানরা জেনে যাবে আগামী চার বছরের জন্য কে পাচ্ছেন হোয়াইট হাউসের টিকিট। এ নিয়ে চলছে আগাম সমীক্ষা। আটলাসইন্টেলের এক সমীক্ষায় দেখা যাচ্ছে, সুইং স্টেটগুলিতে এগিয়ে আছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ৪৯ শতাংশ ভোটার বলেছেন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পকেই ভোট দেবেন তাঁরা। সমীক্ষায় দেখা যাচ্ছে প্রতিপক্ষ ডেমোক্রেটদের চেয়ে ১ দশমিক ৮ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। নভেম্বরের প্রথম দুই দিন অনুষ্ঠিত এই সমীক্ষায় অংশ নেন মোট ২৫০০ ভোটার। যাদের বেশির ভাগই ছিলেন মহিলা। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ট্রাম্প এবং কমলার ফোকাস এখন সুইং স্টেটগুলিতে। কেননা এই রাজ্যগুলির ওপরই নির্ভর করছে ২০২৪ সালের নির্বাচনে কে হবেন প্রেসিডেন্ট। বলা হচ্ছে এই সুইং স্টেটগুলিতে যিনি এগিয়ে থাকবেন তিনিই এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

পৃথক আরেকটি জরিপে দেখা গিয়েছে সুইং স্টেটগুলিতে রিপাবলিকান ট্রাম্পই ডেমোক্রেটিক কমলার চেয়ে এগিয়ে রয়েছেন। উল্লেখ্য, অ্যারিজন, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারেলিনা, পেনসিলভেনিয়া এবং উইসকন্সিন- এই সাতটি অঙ্গরাজ্যকে একত্রে সুইং স্টেট বলা হয়।

অ্যারিজনে ট্রাম্পের অবস্থান বেশ শক্ত। সেখানে তাঁর পক্ষে ভোট পড়েছে ৫১ দশমিক ৯ শতাংশ। পক্ষান্তরে কমলা পেয়েছেন ৪৫ দশমিক ১ শতাংশ। নেভাদা অঙ্গরাজ্যেও ট্রাম্পের অবস্থান কমালার উপরে রয়েছে। সেখানে ট্রাম্পের পক্ষে সমর্থন ৫১ দশমিক ৪ শতাংশ। কমলার পক্ষে সমর্থন হচ্ছে ৪৫ দশমিক ৯ শতাংশ। নর্থ ক্যারোলিনাতে ট্রাম্পের সমর্থন ৫০ দশমিক ৪ শতাংশ। আর কমলা পেয়েছেন ৪৬ দশমিক ৮ শতাংশ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাজ্যগুলিকে তিন ভাগে বিভক্ত করা হয়। সেগুলি হচ্ছে- রেড স্টেট, ব্লু স্টেট এবং সুইং স্টেট। রেড স্টেট বলা হয় যেসকল রাজ্যে ১৯৮০ সালের পর থেকে ধারাবাহিকভাবে রিপাবলিকানরা জয়ী হয়ে আসছে। অন্যদিকে ১৯৯২ সাল থেকে ডেমোক্রেটদের নিজেদের দখলে রাখা রাজ্যগুলোকে ব্লু স্টেট বলা হয়। এই রাজ্যগুলি সাধারণত তাদের নির্বাচনী ফলাফলের পরিপ্রেক্ষিতে অনুমানযোগ্য বলে মনে করা হয়।

তবে যেকোনও দলকে সুইং স্টেটগুলিতে তুমুল ফাইট করে জয় পেতে হয়। আর এই রাজ্যগুলির ভোটের ফলাফলই প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিয়ামক হিসাবে কাজ করে থাকে। এখানে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের মধ্যে লড়াইটা হয় খুব হাড্ডাহাড্ডি। যেমন ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র ১০ হাজার ভোটের ব্যবধানে অ্যারিজোনা রাজ্যে জয় পেয়েছিলেন জো বাইডেন।

২৯ অক্টোবর প্রকাশিত রয়টার্সের এক সমীক্ষায় দেখা গিয়েছে ভিন্ন চিত্র। ওই জরিপে দেখা যায়, সুইং স্টেটগুলিতে কমলা হ্যারিস তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর থেকে ১ শতাংশ সমর্থনে এগিয়ে রয়েছেন। কমলার পক্ষে ভোটারদের সমর্থন ছিল ৪৪ শতাংশ, পক্ষান্তরে ট্রাম্পের পক্ষে ছিল ৪৩ শতাংশ ভোটার। মজার বিষয় হচ্ছে, রয়টার্সের প্রতিটি সমীক্ষাতেই কমলা হ্যারিস প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের তুলনায় এক শতাংশ বা সামান্য এগিয়ে ছিলেন।

Related Articles