আন্তর্জাতিক

ইয়েমেনের বন্দরে যুক্তরাষ্ট্রের হামলা    

US Attack Yemeni Ports

The Truth of Bengal: ইয়েমেনের লোহিত সাগরীয় বন্দর রাস ইসায় দুইবার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। রাস ইসা ইয়েমেনের প্রধান তেল রপ্তানি টার্মিনাল। লোহিত সাগর অতিক্রমরত জাহাজগুলোতে ইয়েমেনের হুতিদের আক্রমণ বৃদ্ধি পাওয়ার পর তাদের বন্দরে এ হামলা চালানো হলো। হুতিরা লোহিত সাগর সংলগ্ন এডেন উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়, তাতে জাহাজটিতে আগুন ধরে যায়।জাহাজটির পরিচালনা কোম্পানি ট্রাফিগুরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্লিন লুয়ান্ডা নামের জাহাজটির একটি কার্গো ট্যাংকে আগুন ধরে গেলেও কেউ হতাহত হয়নি।

এডেন উপসাগরে শুক্রবার হুতিদের হামলায় একটি জ্বালানির ট্যাংকারে আগুন ধরে যাওয়ার ঘটনার পর এ বিমান হামলার খবর পাওয়া যায়। রাস ইসসা বন্দরে হামলা হওয়ার খবর জানানো হলেও স্থানীয় টেলিভিশনে এ নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। এ হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকেও বক্তব্য পাওয়া যায়নি। গতকাল এডেন উপসাগরে যে ট্যাংকারটিতে হামলা হয়, সেটির নাম মারলিন লন্ডা। সিঙ্গাপুরভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা এটি পরিচালনা করে থাকে। মার্কিন সামরিক বাহিনী বলেছে, হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজ ট্যাংকারটিকে সহযোগিতা করছে।

জানাগিয়েছে, প্রায় আট ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হুতিদের একটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। লোহিত সাগরে কোনো লক্ষ্যবস্তুতে হামলার জন্য ক্ষেপণাস্ত্রটিকে প্রস্তুত রাখা হয়েছিল। ইরান-সমর্থিত হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা। মূলত লোহিত সাগর দিয়ে চলাচলকারী কনটেইনার জাহাজকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। কিছু জাহাজ হামলার ভয়ে ওই পথ এড়িয়ে চলছে। তবে তেলবাহী অনেক ট্যাংকার এখনো ওই পথ দিয়ে চলাচল করছে।

Related Articles