
Truth of Bengal: ফের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতি’র জন্যই আজ আমেরিকায় বেড়েছে অনুপ্রবেশের সংখ্যা। সেইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট এও জানিয়েছেন,‘এটি কোনও ভুল নয়, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।
বাইডেন প্রশাসন ইচ্ছাকৃতভাবেই সীমান্ত খুলে রেখেছে, যার ফলে লক্ষ লক্ষ অপরাধী অবৈধভাবে দেশে ঢুকেছে। তাদের চিহ্নিত করে ফেরত পাঠাতে আমাদের কোটি কোটি ডলার খরচ হয়েছে।যা দেশকে প্রায় ধ্বংস করে দিয়েছে।’ সেইসঙ্গে পোস্টে বাইডেনকে ‘বোধশক্তিহীন’ আখ্যা দিয়ে ট্রাম্প। তাঁর কথায়, ‘ আমেরিকার জনগণ জানে, বাইডেন কখনওই এমন হাল ছেড়ে দিতেন না যদি তিনি সম্পূর্ণভাবে সচেতন থাকতেন। এই সুযোগ নিয়েই কিছু বিশ্বাসঘাতক আমাদের দেশের সর্বনাশ করেছে। তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।‘
প্রসঙ্গত, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে অবৈধ অনুপ্রবেশ ইস্যুকে অন্যতম প্রচার অস্ত্র করেছেন ট্রাম্প।আগেই ঘোষণা করেছিলেন, পুনরায় ক্ষমতায় ফিরলে তিনি লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারীকে আমেরিকা থেকে বিতাড়িত করে দেবেন। ট্রাম্পের দাবি ছিল তাঁর দ্বিতীয় মেয়াদে বিপুল সংখ্যক অবৈধবাসীকে চিহ্নিত করে ফেরত পাঠানো হয়েছে।
তবে সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তাঁর প্রথম মাসে প্রায় ৩৭,৬৬০ জন অনুপ্রবেশকারীকে বিতাড়িত করেছিলেন। বিপরীতে, বাইডেন প্রশাসনের শেষ বছরে মাসিক গড় বিতাড়নের সংখ্যা ছিল ৫৭,০০০। ট্রাম্পের যুক্তি, বাইডেনের সময় অবৈধ অনুপ্রবেশের হার এতটাই বেড়ে গিয়েছিল যে বিতাড়নের সংখ্যাও তুলনামূলকভাবে অনেকটাই বেশি ছিল।