হাসিনা বিরোধী বিক্ষোভের নেপথ্যে ছিল পরিকল্পনা, জানালেন ইউনূস
There was a plan behind the anti-Hasina protest, said Yunus

Truth Of Bengal: বাংলাদেশে শেখ হাসিনা-বিরোধী ছাত্র বিক্ষোভ কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত ও শৃঙ্খলাবদ্ধ আন্দোলন। আমেরিকায় অবস্থান করে এমনটি জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। তিনি এই আন্দোলনের পেছনের মূল চিন্তাবিদের নামও প্রকাশ করেছেন।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় অংশ নিতে আমেরিকা সফরে গিয়েছিলেন ইউনূস। ‘ক্লিন্টন গ্লোবাল ফাউন্ডেশন’-এর একটি আলোচনা সভায় তিনি যোগ দেন, যেখানে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও উপস্থিত ছিলেন। ইউনূস বাংলাদেশের ছাত্রদের প্রশংসা করে বলেন, “তারা তাদের বক্তব্য, ত্যাগ এবং সংকল্পের মাধ্যমে পুরো দেশকে নাড়া দিয়েছে।” আন্দোলনের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “এটি এমনভাবে সংগঠিত করা হয়েছিল যাতে কোনো নেতার প্রতি অতিরিক্ত নজর না পড়ে এবং কোনো একজন নেতাকে গ্রেফতার করা না যায়।” তিনি আরও বলেন, “হঠাৎ বাংলাদেশের ছাত্র-যুবরা একজোট হয়ে বলে, যথেষ্ট হয়েছে, আর নয়।”
ইউনূস স্বীকার করেছেন যে গোটা আন্দোলনের পেছনে তার বিশেষ সহকারী মাহফুজ আলমের অবদান রয়েছে। তার মতে, আন্দোলনের পেছনের মূল চিন্তাবিদ হলেন মাহফুজ। ইউনূস মাহফুজের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “পুরো বিষয়ে তার মাথা ছিল।”
কোটা সংস্কার বিরোধী আন্দোলনের ফলে গত ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে উত্তরপ্রদেশের হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে চলে আসেন হাসিনা। সেই থেকে তিনি ভারতে অবস্থান করছেন। অন্যদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ইউনূস।