আন্তর্জাতিক

মুখ থেকে উদ্ধার আস্ত এক বৃদ্ধার দেহ, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়

The whole body of an old woman was recovered from the mouth, the incident spread sensation in the area

Truth Of Bengal:  উদ্ধার হল এক মহিলার দেহ। না কোন জঙ্গল বা বাড়ি থেকে নয়, আস্ত এক মহিলার দেহ উদ্ধার হয়েছে সাপের পেট থেকে। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। মাঝে মধ্যে ভারত এমনকি ভারতের বাইরে শোনা যায় সাপের ভিতর থেকে উদ্ধার হয়েছে মানুষ। অজগর বা অ্যানাকোন্ডা গিলে ফেলতে পারে আস্ত এক মানুষকে। এই নিয়ে অ্যানাকোন্ডার বহু সিনেমাও বেরিয়েছে। তবে সিনেমাতে যেমনটা দেখিয়েছে তেমন বড় সাপ নেই এই জগতে।

জানা গেছে ৭৪ বছরের ওই বৃদ্ধ মহিলা কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন। বাড়ির বাইরে বেড়িয়ে আর বাড়ি ফেরেননি তিনি। পরে পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা তার খোঁজ শুরু করলে সামনে আসে এই চাঞ্চল্য কর তথ্য। মৃত সেই মহিলার নাম মাগা। বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান পরিবারের লোকজন। তার পরেই ওই বৃদ্ধাকে খুঁজে বের করতে পুলিশের কাছে এফআইআর দায়ের করে পরিবার।

পুলিশ তড়িঘড়ি তদন্ত চালিয়ে একটি সবুজ ঘাসে মোড়া মাঠ থেকে সাপের পেটে থাকা ওই বৃদ্ধার দেহ উদ্ধার করে। ওই অজগর সাপ প্রায় ১৩ ফুট লম্বা। সাপটি ওই মহিলাকে প্রথমে কামড় দেয়। বৃদ্ধ মহিলার মাথা ও পায়ে কামড়ে দেয় সাপটি, তারপর তাঁকে গিলে নিতে শুরু করে। কাঁধ পর্যন্ত গিলে নিয়েছিল সাপটি। গিলতে গিয়ে সাপটি বমি করে ফেলে আর তারপরেই পাওয়া যায় ওই বৃদ্ধ মহিলাকে। তবে এই ঘটনায় প্রথম নয়, এর আগেও ইন্দোনেশিয়ায় অজগর সাপের দ্বারা মৃত্যুর ঘটনা ঘটেছে বহু। এই ঘটনায় স্বাভাবিকভাবেই পরিবারে ছড়িয়েছে শোকের ছায়া।

Related Articles