যুদ্ধের দামামা আরও জোরদার করা হবে, জানিয়ে দিল প্যালেস্টাইয়েন সশস্ত্র গোষ্ঠী হামাস
The war will be intensified, the Palestinian armed group Hamas said

The Truth Of Bengal : ৭অক্টোবর ইজরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালায় হামাস। প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠীর উপুর্যপরি হামলায় বিপর্যস্ত হয় গাজা ভূখণ্ড। তারপর কেটে গেছে ১মাস ১৩দিন।তবুও থামছে না যুযুধান শিবিরের যুদ্ধংদেহী মনোভাব।পরস্পরকে নিশানা করতেই ব্যস্ত তাঁরা। এর মাঝে হামাসের নতুন হুঙ্কার, সর্বশক্তি দিয়ে ইজরায়েলের ভূখণ্ডে ঝাঁপাবে তাঁরা। মূলতঃ গাজার দখলদারি হাতে রাখতে হামাস অলআউট ফাইটে নামতে চলেছে বলে আভাস দিচ্ছে। তবে এই হুঁশিয়ারিকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না নেতানিয়াহু সরকার।
এরমধ্যে রাতের অন্ধকারে ইজ়রায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্রের হামলায় গাজ়া ভূখণ্ডে ফোন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ইজ়রায়েলের সেনাবাহিনীর দাবি, টানা দু’রাত গাজ়ার উপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করেই চলেছে তারা। পাশাপাশি সাঁজোয়া গাড়ি দিয়েও চালানো হচ্ছে হামলা।তবে চাঞ্চল্যকর তথ্যে স্পষ্ট,হামাস বাহিনীকে উত্খাত করার নীলনকশা রূপায়ণ করতে তত্পর ইজরায়েল সরকার। আমেরিকার সংবাদমাধ্যমের দাবি, সুড়ঙ্গে আত্মগোপনকারী হামাস বাহিনীকে ঘরে বাইরে উত্খাত করতে ভূমধ্যসাগর থেকে জল ঢোকানোর ছক কষা হচ্ছে।
প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ গাজ়া উপকূলের একাংশ ইজ়রায়েল নৌসেনার দখলে রয়েছে। সেখান থেকেই হতে পারে এই সুড়ঙ্গের নব অভিযান। ইজ়রায়েলের সামরিক বাহিনী ‘আইডিএফ’-এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ইজ়রায়েলি সেনা গাজ়া ভূখণ্ডে সশস্ত্র অভিযান আরও জোরদার করে তুলেছে। তাই দুই পক্ষের দ্বৈরথ চরমে পৌঁছানোয় আগামীদিনে এই অঞ্চলের সুস্থিতি ও শান্তি আরোও বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।ভারত-আমেরিকার মতোই রাষ্ট্রসংঘ চাইছে প্রাণহানি আর সভ্যতার বিভিষীকা রোধ করা হোক,বন্ধ হোক যুদ্ধ।এখন যুদ্ধের দামামা কবে থামে সেদিকেই তাকিয়ে সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষ।
FREE ACCESS