ছুরিকাহত দক্ষিণ কোরিয়ার নেতা!, প্রকাশ্য জনসভায় হামলার শিকার
Stabbed South Korean leader Lee Jae-myung!, attacked at public rally

The Truth OF Bengal: প্রকাশ্যে ছুরিকাহত হলেন দক্ষিণ কোরিয়ার বিরোধী দলনেতা লি জায়ে মিয়ং। গলায় কোপ বসায় হামলাকারী। ছুরিকাঘাতে লি জায়ে-মিয়ংয়ের ঘাড়ে প্রায় এক সেন্টিমিটার গভীর ক্ষত তৈরি হয়েছে। গুরুতর জখম মিয়ং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রকাশ্য জনসভায় ছুরিকাহত হলেন দক্ষিণ কোরিয়ার বিরোধী দলনেতা লি জায়ে মিয়ং। গলায় কোপ বসায় হামলাকারী। ঘটনায় গুরুতর জখম মিয়ং স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর , দক্ষিণ কোরিয়ার দক্ষিণ বন্দর শহর বুসানে এদিন এক জনসভা করেন বিরোধী দলনেতা লি জায়ে মিয়ং। জনসভার পর মঞ্চের সামনে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলতে ও ছবি তুলতে দেখা যায় তাঁকে। তারপর সাংবাদিক সম্মেলন করার সময়ই হঠাৎ করে এক হামলাকারী লি জায়ে মিয়ংয়ের উপর অতর্কিতে ছুরি নিয়ে হামলা চালায়। তাঁর গলায় কোপ বসায় হামলাকারী। এই হামলায় গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন মিয়ং। সঙ্গে সঙ্গে মিয়ংকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।জানা যায়, লি জায়ে-মিউংয়ের ঘাড়ের বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতে লি জায়ে-মিউংয়ের ঘাড়ে প্রায় এক সেন্টিমিটার গভীর ক্ষত তৈরি হয়েছে। তবে হামলাকারীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার ডেমোক্রেটিক পার্টির প্রধান হলেন লি জায়ে-মিউং। ২০২২ সালের প্রেসিডন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু, খুব অল্প ভোটের ব্যবধানে ইউন সুক-ইওলের কাছে পরাজিত হন জায়ে মিয়ং। ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তিনি প্রার্থী হবেন বলে মনে করা হচ্ছে। যদিও তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে। মিয়ং অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন।
Free Access