আন্তর্জাতিক

এপর্যন্ত বাংলাদেশে গ্রেপ্তারের সংখ্যা প্রায় ১১ হাজার!

So far, the number of arrests in Bangladesh is about 11 thousand!

The Truth Of Bengal: বৃহস্পতিবার পর্যন্ত গোটা বাংলাদেশে গ্রেপ্তারের সংখ্যা পৌঁছেছে প্রায় ১১ হাজারে। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওপার বাংলায় গ্রেপ্তার হয়েছে ২২২ জন। বিডি সংবাদ মাধ্যম থেকে তথ্য পাওয়া গিয়েছে, কোটা সংঘর্ষ-সহিংসতার জেরে বৃহস্পতিবার পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ১০ হাজার ৯৫৭ জন। তবে এ বিষয়ে ঢাকা ডিএমপি (মেট্রোপলিটন পুলিশ)-র থেকে কোনো তথ্য পাওয়া যায় নি।

আদালত সূত্রে জানা গিয়েছে, ঢাকার আদালতে বৃহস্পতিবার ৩৫টি মামলায় ৫৭ জনকে হাজির করা হয়েছে, তাদেরকে বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আটক করা হয়েছে। এখনও পর্যন্ত ২৭২টি মামলা দায়েরের কথা জানা গিয়েছে। আর এ পর্যন্ত রাজধানীতে অন্তর্গত মানুষের গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল প্রায় ৩ হাজার।

এর বাইরে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা জেলার আশুলিয়া, কেরানীগঞ্জ, ধামরাই, সাভার, নবাবগঞ্জ ও দোহার থানায় ২৬টি মামলা করা হয়েছে। ওই দিন  এসব মামলায় গ্রেপ্তার ২৮৭ জন করা হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় পুলিশ গাজীপুর থেকে ১০ জন আর নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার হয়েছে ৫ জন। বুধবার রাতে চট্টগ্রাম মহানগর থেকে গ্রেপ্তার হয়েছে ছ’জন। এ নিয়ে চট্টগ্রাম নগর আর জেলার ৩৪টি মামলায় ৩৮ হাজার ২০০-কে গ্রেফতার করা হয়েছে।

Related Articles