রত্নখচিত গ্লাসে লাক্সারি ককটেলে চুমুক দিলেই খসবে ১০ লাখ
Sipping a luxury cocktail in a bejeweled glass costs 10 lakhs

Truth Of Bengal : কখনো কখনো চেনা ছকের বাঁধন ছিঁড়ে আলাদা হয়ে যায় প্রয়োজন ও বিলাসিতারপথ। কিন্তু ‘লাক্সারি’কে কি কখনও দামের গণ্ডীতে আটকানো যায়? একটি ঝাঁ চকচকে কাঁচের গ্লাস। তাতে কয়েকশো মিলিলিটার সোনালি পানীয় টলমল করছে। তাতে আবার খাঁটি সোনার পাতে বসানো ১৫০টি হিরে মেশানো হয়েছে। সেই নজরকারা রত্নখচিত বিলাসবহুল গ্লাসটি দেখেই হতচকিত হতে হয়। দেখতেই এতো সুন্দর তা বলে বোঝানোর মতো ভাষা নেই। তবে হ্যাঁ, রত্নখচিত ওই এক গ্লাস পানীয়ের মধ্যে যদি চুমুক দেওয়া যায় তার জন্য ব্যয় করতে হবে লক্ষাধিক টাকা।
অঙ্কের হিসেবে প্রায় কড়কড়ে ১০ লক্ষেরও বেশি টাকা। পরিমাণের যদিহিসাব করা যায় তবে সম্ভবত এটি বিশ্বের সবচেয়ে দামি পানীয়ের তালিকায় জায়গা পাবে। দামি পানীয়ের নাম দেওয়া হয়েছে ‘ম্যারো মার্টিনি’। শিকাগোর একটি বিলাসবহুল ও অভিজাত রেস্তরাঁ ককটেল অনুরাগীদের জন্য এই দামি পানীয়ের প্রস্তুত করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই পানীয়টি প্রস্তুত করতে প্রখ্যাত অলঙ্কার প্রস্তুতকারক সংস্থা ‘ম্যারো ফাইন’-এর সাথে জুটি বেঁধেছে শিকাগোস্থিত ইটালীয় রেস্তরাঁ অদালিনা।তবে এই বিশেষ পানীয়টি যদি কেউ পেতে চায় তবে একমাত্র তা মিলবে এই রেস্তরাঁয়ফরমায়েশের ভিত্তিতেই। এই বিলাসী পানীয়টি সাধারণ গ্রাহকেরসাধ্যের বাইরে।রেস্তরাঁর পক্ষ থেকে জানানো হয়েছে এমন অনেক গ্রাহক আছেন সাধারণত পুরুষেরাতাঁদের স্ত্রী বা সঙ্গিনীকেএই বিলাসী পানীয়টি দিয়ে বিশেষ চমক দেন।
জানা যাচ্ছে এই অভিনব কায়দায় পানীয় তৈরির পরিকল্পনা অদালিনার জেনারেল ম্যানেজার কলিন হোফারের।পানীয়ের কথা বলতে গেলে আরও বলা হবে, টম্যাটোর নির্যাস, লেবু, বেসিল, জলপাই তেল ও লঙ্কার ঝাঁঝের মেলবন্ধনে তৈরি ওই পানীয়ের মধ্যে প্রায় ১৪ ক্যারাট সোনায় মোড়া ১৫০টি হিরে দিয়ে সজ্জিত একটি নেকলেস থাকে কাট গ্লাসের পাত্রে।একদম নতুন চিন্তা ভাবনায় আনা ওই পানীয়টিকে একটি কাচের ঝাড়বাতির নীচে রেখে গ্রাহকদের সামনে হাজির করা হয়।