আন্তর্জাতিক

তীব্র শৈত্যপ্রবাহ আমেরিকায়, ঠান্ডায় মৃতের সংখ্যা ৮০

Severe winter in America

The Truth of Bengal: প্রবল ঠান্ডায় কাঁপছে আমেরিকা। একইসঙ্গে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। দিনকয়েকের তুষারঝড় দুর্বিসহ করে তুলেছে মানুষের জীবনযাত্রাকে।  এই পরিস্থিতিতে শুক্রবার রাত পর্যন্ত কমপক্ষে মারা গিয়েছেন ৮০ জন , এমনটাই জানাচ্ছে প্রশাসন। সূত্রের খবর, এখনও পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে, তাঁদের বেশিরভাগই আবহাওয়া-সংক্রান্ত পরিস্থিতির কারণে। কারণের তালিকায় রয়েছে বরফের রাস্তার জন্য পথদুর্ঘটনা।

এবং হিমাঙ্কের নীচের তাপমাত্রায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত। অন্যদিকে শীতকালীন ঝড় শুরু হওয়ার পর থেকে ১০ হাজারের বেশি উড়ান দেরিতে চলে। এবং প্রায় ৩ হাজার উড়ান বাতিল হয়। ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইট এ্যাওয়ার বলছে, আরও বেশ কয়েকটি উড়ান দেরিতে চলতে পারে অথবা বাতিলও হতে পারে। সূত্রের সখবর, এখনও পর্যন্ত প্রায় ১ লাখ মানুষ রবিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তরফ থেকে জানানো হচ্ছে,  ভারী তুষারপাত ও হিমশীতল বৃষ্টি প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিমের বেশিরভাগ অংশকে ঢেকে দিয়েছে।

ফলে সেখানে তুষারঝড়ের পাশাপাশি রয়েছে তীব্র শীতের পূর্বাভাস। এই পরিস্থিতিতে আমেরিকার প্রায় প্রতিটি রাজ্যেই জারি হয়েছে সতর্কতা। তবে যে চাঞ্চল্যকর তথ্য এখনও সামনে আসছে শুক্রবার পর্যন্ত নিউইয়র্ক, বাফেলো, কানটিকাটে তুষারঝড়ের পরিমান যা ছিল, পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সেই পরিমান আরও দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles