নিজের প্রাসাদ ছেড়ে পালাতে হল জনপ্রিয় গায়িকা ব্রিটনিকে
Popular singer Britney had to flee from her palace

Truth Of Bengal : চারিদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন। কয়েকদিন ধরেই লস অ্যাঞ্জেলসের দেখা দিয়েছে বিধ্বংসী দাবানল। আর এই বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার হলিউড তারকাদের বাড়ি। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে লস অ্যাঞ্জেলসের একাধিক অংশ। যার জেরে সমস্যায় পড়েছেন হাজার হাজার তারকা। আর বর্তমানে দাবানলের জেরে বাড়ি ছেড়ে পালাতে হলো গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। তিনি এখন তার বিলাসবহুল প্রাসাদ ছেড়ে রয়েছেন একটি নিরাপদ হোটেলে।
ক্যালিফোর্নিয়ার থাউজেন্ড ওকসে কোটি কোটি টাকার বাড়ি রয়েছে ব্রিটনির। কিন্তু দাবানলের কারণে তাকে চলে যেতে হয়েছে একটি নিরাপদ হোটেলে। এই নিয়ে ইতিমধ্যেই গায়িকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন দাবানলের আগুন থেকে বাঁচার জন্য তাকে তার নিজের বাড়ি ছেড়ে আসতে হয়েছে। চার ঘন্টা গাড়ি চালিয়ে তিনি এসেছেন একটি নিরাপদ হোটেলে। গত দুদিন ধরে তার বাড়িতে ছিল না কোন বিদ্যুৎ পরিষেবা। সেই কারণে ফোনও চার্জে দিতে পারিনি সে। এক কথায় দাবানলের জেরে বিপাকে পড়তে হয়েছে হলিউড তারকাকে।
উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে দাবানলের জেরে লস অ্যাঞ্জেলস এ হয়েছে ১০ জনের মৃত্যু । আহত হয়েছে বহু মানুষ। হাজার হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে নিরাপদ স্থানে, সেখানকার প্রশাসন, দমকল বাহিনী এবং উদ্ধারকর্মী দল আপ্রাণ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রনে আনার। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে এক হাজারেরও বেশি ভবন পুড়ে ছারখার হয়ে গিয়েছে। বহু তারকা বাড়ির পাশাপাশি পুড়ে গিয়েছে বহু স্কুল এবং ধর্মীয় আচরণের স্থান।