কাজাখস্তানে ১০৫ জন যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে বিমান
Plane carrying 105 passengers crashes in Kazakhstan

Truth Of Bengal: কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বুধবার একটি দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বিমান। দেশটির জরুরি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় যাত্রীদের জীবিত থাকার সম্ভাবনার কথা জানানো হয়েছে। বিমান দুর্ঘটনার পরপরই জরুরি পরিস্থিতি মন্ত্রকের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
BREAKING: Passenger plane crashes near Aktau Airport in Kazakhstan pic.twitter.com/M2DtYe6nZU
— BNO News (@BNONews) December 25, 2024
রাশিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছে, বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের ছিল এবং এটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরে যাচ্ছিল। তবে গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটি অন্যপথে ঘুরিয়ে নেওয়া হয়েছিল।
আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানে মোট ১০৫ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন। তবে রয়টার্স এই তথ্য যাচাই করতে পারেনি। উদ্ধার কাজ চলছে এবং দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।