
The Truth of Bengal: কর্মী সঙ্কটে ভুগছে জার্মানি। থমকে গিয়েছে শিল্প, কমছে উৎপাদন। বছর পাঁচেক আগে এই ছবিটা দেখা যায়নি জার্মানিতে। যা এখন দেখা যাচ্ছে। বিদেশের বহু কর্মী জার্মানিতে ভিড় করতেন একটা সময় কাজ করার জন্য। এখন সে সবকিছুতে এসেছে ভাঁটা। সে কারণে নতুন করে অর্থনৈতিক চাকা ঘোরাতে এবং শিল্পকে চাঙ্গা করতে জার্মানির সরকার তৎপরতার সঙ্গে বিদেশ সফরে রয়েছে।
জার্মানি প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার ও শ্রমমন্ত্রী হুবার্টাস হেইল বর্তমানে ভিয়েতনাম সফরে রয়েছেন। জার্মানিতে কাজ করতে আসার জন্য তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য এই প্রয়াস। নিয়োগ প্রক্রিয়াতেও সরকার বহু বদল এনেছে। জার্মানিতে কাজ করতে আসার জন্য বহু তরুণ তরুণী উৎসাহ প্রকাশ করেছে বলেই জানা গেছে।
মনে করা হচ্ছে এতে খুব শীঘ্রই জার্মানিতে কাজের পরিবেশ বদলাবে। শীঘ্রই ভিয়েতনামি তরুন তরুনীরাও জার্মানির ভাষা রপ্ত করবে। শুধু ভিয়েতনাম নয়, মরক্কো, ফিলিপিন্স, ভারতের মতো দেশগুলিতেও সফরে যাচ্ছেন জার্মানের বিভিন্ন মন্ত্রী, আমলারা।