আন্তর্জাতিক

ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ চান ন্যান্সি পেলোসি, বাইডেন-ব্লিঙ্কেনকে চিঠি

The Truth Of Bengal Desk: ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে চিঠি লিখেছেন কয়েক ডজন কংগ্রেসম্যান। সেই চিঠিতে সই করছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের প্রাক্তন স্পিকার ও ডেমোক্র্যাট দলের বর্ষীয়ান রাজনীতিক ন্যান্সি পেলোসি।

উল্লেখ্য, বাইডেন-ব্লিঙ্কেনের প্রতি আহ্বান জানিয়ে শুক্রবার চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের কয়েক ডজন কংগ্রেসম্যান। ওই চিঠিতে সই করেছেন ডেমোক্র্যাট দলের বর্ষীয়ান রাজনীতিক পেলোসিও।

ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে বাইডেন প্রশাসনের ওপর আগে থেকেই চাপ ছিল। এখন এতে পেলোসি যুক্ত হওয়ায় এটা স্পষ্ট হয়েছে যে এমন দৃষ্টিভঙ্গি ডেমোক্র্যাট দলের মূলধারায় বেশ জোরালো হয়ে উঠেছে। ফিলিস্তিনের গাজায় গত সোমবার ইসরায়েলি বিমান হামলায় যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাতজন সহায়তাকর্মীর মৃত্যুর ঘটনায় নিজস্ব তদন্তের দাবি জানানো হয়েছে ওই চিঠিতে। চিঠিতে ন্যান্সি পেলোসি ছাড়াও ডেমোক্র্যাট দলের আরও ৩৬ জন কংগ্রেসম্যান সই করেছেন। তাঁদের মধ্যে বারবারা লি, রাশিদা তালিব ও আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ রয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ‘সহায়তাকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনা ও গাজার মানবিক পরিস্থিতির ক্রমে অবনতি হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের মনে হয়েছে, অস্ত্র হস্তান্তরে অনুমোদন দেওয়াটা অযৌক্তিক হবে।’ সহায়তাকর্মীদের ওপর হামলার ঘটনায় আগেই দুঃখ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, এ ঘটনায় সামরিক বাহিনীর কার্যক্রমে গুরুতর ত্রুটি পাওয়া গেছে। এ জন্য দুজন আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। একজন শির্ষ কমান্ডারকে তিরস্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাইডেন।

Related Articles