‘বন্ধু’ ট্রাম্প আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন মোদি, উদ্বেগপ্রকাশ রাহুলের, নিন্দায় বাইডেন
Modi is worried because 'friend' Trump is infected, Rahul expresses concern, Biden condemns

The Truth Of Bengal : ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ভোটের আগে ডোনাল্ড ট্রাম্প আক্রান্ত হওয়ায় বিশ্বজুড়ে সাড়া পড়ে গেছে। আমেরিকার পেনিসিলভ্যানিয়ায় প্রচার সভায় গুলির মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। কান ঘেঁষে গুলি চলে যাওয়ায় রক্তাক্ত হন তিনি। তবে বক্তৃতার মাঝে সভামঞ্চে বসে পড়ায় কোনওমতে প্রাণে বেঁচে গেছেন।
I have been briefed on the shooting at Donald Trump’s rally in Pennsylvania.
I’m grateful to hear that he’s safe and doing well. I’m praying for him and his family and for all those who were at the rally, as we await further information.
Jill and I are grateful to the Secret…
— President Biden (@POTUS) July 13, 2024
আপাতত সুস্থ রয়েছেন তিনি। ট্রাম্প এভাবে আক্রান্ত হওয়ায় বিশ্বের নানা রাষ্ট্রনেতা উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে ‘বন্ধু’ বলে সম্বোধন করে দ্রুত সুস্থতা কামনা করেছেন।
Deeply concerned by the attack on my friend, former President Donald Trump. Strongly condemn the incident. Violence has no place in politics and democracies. Wish him speedy recovery.
Our thoughts and prayers are with the family of the deceased, those injured and the American…
— Narendra Modi (@narendramodi) July 14, 2024
সোশ্যাল মিডিয়ায় মোদি লেখেন, ‘‘বন্ধু আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর আক্রমণের ঘটনায় দারুণভাবে উদ্বেগ প্রকাশ করছি হামলার তীব্র বিরোধিতা করছি। গণতন্ত্র এবং রাজনীতিতে হিংসার কোনও জায়গা নেই।
I am deeply concerned by the assassination attempt on former US President Donald Trump.
Such acts must be condemned in the strongest possible terms.
Wishing him a swift and complete recovery.
— Rahul Gandhi (@RahulGandhi) July 14, 2024
তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। যাঁরা মারা গেছেন,তাঁদের মতোই যাঁরা জখম হয়েছেন তাঁদের জন্য সমবেদনা জানাচ্ছি। ’’ উল্লেখ্য, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির বরাবরই সুসম্পর্ক রয়েছে। এমনকি গতবার অনাবাসী ভারতীয়দের একটি সভায় মোদির মুখে শোনা যায়, ‘আব কি বার ট্রাম্প কি সরকার’। সেই মোদিই এবার ট্রাম্প আক্রান্ত হওয়ায় তাঁর প্রতি সমবেদনা জানিয়ে সম্পর্কের পথ প্রশস্ত করলেন বলে ওয়াকিবহাল মহল মনে করছে। শুধু নরেন্দ্র মোদিই নন,বিরোধী দলনেতা রাহুল গান্ধীও উদ্বেগ প্রকাশ করেছেন।তিনি এক্সে লিখেছেন ‘‘আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হত্যার চেষ্টায় উদ্বিগ্ন। এই ধরনের আচরণের কড়া দমন প্রয়োজন। ওঁর পুরোপুরি সুস্থতা কামনা করছি।’’