গাজা পার্লামেন্ট দখল করলো ইজরায়েল সেনাবাহিনী, গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে ইজরায়েল!
Israeli army seizes Gaza parliament

The Truth f Bengal : একদিকে গাজার পার্লামেন্ট দখল অন্যদিকে হাসপাতালে গণকবর। গাজা ভূখণ্ড রীতিমত মৃত্যুপুরীতে পরিণত করেছে ইজরায়েল সেনাবাহিনী। ক্রমাগত বোমাবর্ষণ, গুলি, রকেট হামলার জেরে গাজার সর্ব বৃহৎ হাসপাতাল আল শিফার কম্পাউন্ডেই ১৭৯ জনের কবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের প্রধান মহম্মদ আবু সালমিয়াহর। যাদের কবর দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেক শিশুও রয়েছে।
অন্যদিকে নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে ইজরায়েল বাহিনী হামাসের পার্লামেন্টে দাঁড়িয়ে রয়েছে। পরনে ছিল খাকি উর্দি হাতে ইজরায়েলের পতাকা। মূলত হামাস জঙ্গিদের সঙ্গে চরম সংঘাতের পর ভোরের দিকে ইজ্রায়েলি সেনা হামাস পার্লামেন্ট দখল করে। ইজরায়েলের এই সাফল্যে খুশি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহু। তিনি জানান হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজায় অভিযান চালাবে ইজরায়েল।
প্রসঙ্গত, গত মাসের ৭ অক্টোবর হামাস হামলার পর থেকে ইজরায়েল নৃশংস ভাবে হামলা চালাতে শুরু করে গাজা ভূখণ্ডের উপর। ইজরায়েল সেনার আক্রমণে গাজা ভূখণ্ড প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার জোগাড়। এই সব কিছুর মধ্যে সবচেয়ে উদ্বেগ জনক ঘটনা হল জাগার হাসপাতাল গুলির পরিস্থিতি। নেই জল, বিদ্যুৎ, জ্বালানি। হাসপাতালে নেই কোন জরুরি ব্যবস্থা। সমগ্র গাজা জুড়ে কেবল হাহাকার পরিস্থিতি।
FREE ACCESS