আন্তর্জাতিক

চরম আর্থিক সঙ্কটে দ্বীপরাষ্ট্র, ঘুরে দাঁড়াতে আইএমএফের সাহায্য চায় মালদ্বীপ

Island nation in extreme financial crisis

The Truth of Bengal: মালদ্বীপের আর্থিক সঙ্কট চরমে পৌঁছেছে, আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে দ্বীপরাষ্ট্র। চিনের চালে দেউলিয়া হয়ে পড়েছে মালদ্বীপ। চিনের ঋণের জালে জড়িয়ে যায় প্রতিবেশী দেশ। ঘুরে দাঁড়াতে আইএমএফের সাহায্য চায়। অসমর্থিত সূত্রে এই খবর মিলেছে। মহম্মদ মুইজ্জু-র কার্যকালে অবস্থা খারাপ হয়। বৈদেশিক ঋণের ফাঁদে সঙ্কট বেড়েছে।

প্রসঙ্গত, বরাবর চিনপন্থী হিসাবে পরিচিত ছিলেন মালদ্বীপের নতুন শাসক মহম্মদ মুইজ্জু। তিনি  ক্ষমতায় আসার পরে প্রথমেই চিন সফর সেরে ফেলেছিলেন। এমন কি চিন থেকে মালদ্বীপকে প্রদান করা ঋণের পরিমাণও বৃদ্ধি করা হয়েছিল । এদিকে গত কয়েক মাসে ভারতের সঙ্গেও এই দ্বীপরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়েছিল। এমতাবস্থায়, বিশ্ব অর্থভান্ডার আইএমএফ একটি রিপোর্ট পেশ করে মলদ্বীপের আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্লেষণ করেছিলেন। তারা মালদ্বীপকে সতর্কও করেছিলেন। এখন পর্যন্ত  ঋণ নেওয়ার নিরিখে তারা ‘বড় ঝুঁকি’র মধ্যে রয়েছে।

উল্লেখ্য, কিছু মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফরে এসে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যে অভিভূত হয়ে নিজের এক্স হ্যান্ডেলে লাক্ষাদ্বীপ আসার আহ্বান জানিয়েছিলেন। তারপর মালদ্বীপের মন্ত্রীদের অবমাননাকর মন্তব্যের কারণে ভারতের সঙ্গে এই পড়শি দেশের সম্পর্কের অবনতি ঘটেছিল।

সর্বদাই মালদ্বীপের অর্থনীতি, পর্যটনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, তাই চিনের সাথে ঋণের জালে জড়িয়ে যাওয়া এবং ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় কার্যত আর্থিক সঙ্কটের মুখে পড়েছে মালদ্বীপ। এখন দেখার বিষয় আইএমএফ মালদ্বীপের নতুন শাসক মহম্মদ মুইজ্জু কে আর্থিক ভাবে সাহায্য করে কিনা।

Related Articles