Sagar Bandhu: শ্রীলঙ্কাকে অর্থসাহায্য ভারতের, ঘূর্ণিঝড় বিধ্বস্ত দ্বীপরাষ্ট্রকে বাঁচাতে শুরু ‘অপারেশন সাগর বন্ধু’
সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শ্রীলঙ্কা সফরকালে সে দেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং এক বিশাল অঙ্কের আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন।
Truth of Bengal: শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘দিটওয়া’-র তাণ্ডবে বিপর্যস্ত জনজীবনকে স্বাভাবিক করতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলো ভারত। প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের এই কঠিন সময়ে পাশে দাঁড়াতে নয়াদিল্লি শুরু করেছে বিশেষ উদ্ধারকাজ ‘অপারেশন সাগর বন্ধু’। সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শ্রীলঙ্কা সফরকালে সে দেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং এক বিশাল অঙ্কের আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন।
ঘূর্ণিঝড়ের দাপটে শ্রীলঙ্কায় শতাধিক মানুষের প্রাণহানির পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বিপর্যয় মোকাবিলায় ভারত তৎক্ষণাৎ সি-১৩০ এবং আইএল-৭৬ বিমানে করে আধা সামরিক বাহিনীর সদস্য ও জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে। মঙ্গলবার শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এস জয়শঙ্কর জানান, ভারত শ্রীলঙ্কার জন্য ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি সহায়তা প্যাকেজ প্রস্তাব করেছে। এই প্যাকেজের মধ্যে ৩৫০ মিলিয়ন ডলার স্বল্প সুদে ঋণ এবং ১০০ মিলিয়ন ডলার অনুদান হিসেবে দেওয়া হবে।
বিদেশমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট করেন যে, ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে শ্রীলঙ্কা যখন ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই এই প্রাকৃতিক দুর্যোগ দেশটিকে নতুন সংকটে ফেলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ দূত হিসেবে তিনি আশ্বাস দেন যে, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, হাইওয়ে, রেললাইন এবং ব্রিজ পুনর্নির্মাণে এই অর্থ ব্যয় করা হবে। মূলত শ্রীলঙ্কা সরকারের সঙ্গে আলোচনা করেই অগ্রাধিকারের ভিত্তিতে এই প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে চরম আর্থিক সংকটের সময় ভারত যেভাবে শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছিল, চিন সেই সময় মুখ ফিরিয়ে নিয়েছিল। যদিও সম্প্রতি চিন আবার কলম্বোকে ৫০ কোটি ডলারের ঋণ মঞ্জুর করেছে, যার জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে বেজিংকে ধন্যবাদ জানিয়েছেন। তবে সংকটের মুহূর্তে ভারতের ‘অপারেশন সাগর বন্ধু’ এবং এই বিপুল আর্থিক সহায়তা আবারও প্রমাণ করল যে, প্রতিবেশী হিসেবে ভারতই শ্রীলঙ্কার সবথেকে নির্ভরযোগ্য বন্ধু।






