আন্তর্জাতিক

মাত্র ছয় মাসে তিন গুন টাকা খরচ করে প্রশ্নের মুখে বিটিআরসি চেয়ারম্যান, কোন খাতে ব্যয়?

In the face of the question, BTRC chairman spent three times the money in just six months, in which sector?

The Truth Of Bengal: সরকারি ‘গোয়েন্দা ব্যয়’ খাতে বার্ষিক বরাদ্দের প্রায় তিন গুণ ইতিমধ্যেই খরচ করে দিয়ে প্রশ্নের মুখে পড়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সদ্য সাবেক চেয়ারম্যান। অঙ্কের হিসাবে এটি প্রায় দেড় কোটি টাকার মতো, তিনি মাত্র ছয় মাসেই তা খরচ করে দিয়েছেন। তবে বিটিআরসির চেয়ারম্যান এই টাকা ঠিক কোন খাতে খরচা করেছেন, তার ঠিক হিসেব পাওয়া যায়নি।

রাজনৈতিক পটপরিবর্তনের মুখে পড়ে প্রায় আট মাসের শেষে বিটিআরসির চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। একসময় তিনি ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষস্থানীয় পদধারী ছিলেন। জানা যাচ্ছে, ১৪ ডিসেম্বর তিনি বিটিআরসির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছিলেন।এরপর ১৪ আগস্ট তিনি পদত্যাগ করেছেন। কিন্তু দায়িত্বে থাকাকালীন তিনি ছয় মাসেই গোয়েন্দা খাতে প্রায় দেড় কোটি টাকা খরচ করে ফেলেছেন। মাত্র ছয় মাসে এত টাকা খরচ করার কারণ জানতে চেয়ে মহিউদ্দিন আহমেদকে ফোন করা হলেও তিনি ধরেননি।পরে এনিয়ে তাঁকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও তিনি কোনও জবাবও দেননি।

মহিউদ্দিন আহমেদ চেয়ারম্যান  পদে যোগ দেবার সময় গোয়েন্দা খাতের অ্যাকাউন্টে টাকা ছিল ১ কোটি ৪ লাখ ১৩ হাজার টাকার বেশি। আর তাঁর সময় থেকেই টাকা তলার হিড়িকও পড়ে যায়। ৪ জানুয়ারি তিনি ২৫ লাখ টাকা তোলেন। এরপর আবার  ১২ জুন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ টাকার বেশি এ খাত থেকে ব্যয়ও করে ফেলেছেন। সাধারণত এ খাতের ব্যয়ে সংস্থাটির অর্থ ও রাজস্ব বিভাগের কারও স্বাক্ষর রাখা হয় বলেই জানিয়েছে বিটিআরসি। তবে মহিউদ্দিন আহমেদ তা করেননি। পাশাপাশি তিনি ওই  অর্থ ঠিক কোথায় ব্যয় করেছেন তাঁর তরফে কিছুই জানানো হয়নি বিটিআরসিকে।

Related Articles