‘আমি লন্ডনকে ভালবাসি’- শিল্প বৈঠকে ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
'I love London' - CM highlights historic ties at industry meet

Truth Of Bengal: বাংলায় লগ্নি টানতে লন্ডনে শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ বঙ্গে বিনিয়োগ। বিশেষভাবে নজর দেওয়া হয়েছে রাজ্যে ব্রিটিশ বিনিয়োগের দিকে। মুখ্যমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ‘আমি লন্ডনকে ভালবাসি’। পশ্চিমবঙ্গ থেকে প্রচুর ছাত্র লন্ডনে পড়তে আসেন বলে বক্তৃতায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বাংলায় পড়ুয়ারা লন্ডনের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়তে ভালোবাসেন।
কলকাতা ও লন্ডনের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তা উল্লেখ করেন তিনি। ১৯০ বছর ভারত শাসন করেছেন। কলকাতা ছিল ভারতের রাজধানী। সেই সুবাদে কলকাতার সঙ্গে লন্ডনের সম্পর্ক দীর্ঘ বছরের। ঐতিহাসিক সম্পর্ক দুই শহরের।
লন্ডনে এই শিল্প বৈঠকে অংশগ্রহণ করেছেন ব্রিটিশ শিল্পপতিরা।
বাংলার প্রথম সারির শিল্পপতিরাও অংশগ্রহণ করেছেন। শিল্পে বিনিয়োগবৃদ্ধির লক্ষ্যে লন্ডনে শিল্প বৈঠক। বিলেতে বাংলার ইতিবাচক ভাবনার প্রকাশ। শিল্পবান্ধব পরিবেশ থেকে পরিকাঠামোর লক্ষ্যণীয় উন্নতি, দ্রুত প্রকল্প রূপায়ণ করতে সিনার্জি কমিটি গঠন সহ একগুচ্ছ বিষয় ব্রিটেনের শিল্পপতিদের সঙ্গে আলোচনায় উঠে এসেছে। ব্রিটেনের একাধিক সংস্থা বাংলায় বিনিয়োগে আগ্রহী। এই বৈঠকে অংশ নেন একঝাঁক শিল্পপতি।
বাণিজ্য প্রতিনিধিদলে রয়েছেন ধুনসেরি উদ্যোগের এক্সজিকিউটিভ চেয়ারম্যান চন্দ্র কুমার ধানুকা, ইমামি গ্রুপের ভাইস চেয়ারম্যান ও এফআইসিসিআইয়ের প্রেসিডেন্ট হর্ষবর্ধন আগরওয়াল, অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওটিয়া, গ্রাফাইট ইন্ডিয়ার চেয়ারম্যান কেকে বাঙ্গুর, টেগা ইনডাস্ট্রিজের এমডি,মেহুল মোহাঙ্ক, শ্রী সিমেন্টের ভাইস চেয়ারম্যান- প্রশান্ত বাঙ্গুর, জিইসিএলের এমডি- প্রশান্ত মোদি,লুকমি গ্রুপের এমডি,রুদ্র চ্যাটার্জি,প্যাটন ইন্টারন্যাশানাল-এর ম্যানেজিং ডিরেক্টর- সঞ্জয় বুধিয়া, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চান্সেলর-সত্যম রায়চৌধুরী, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের ভাইস চেয়ারম্যান-শাশ্বত গোয়েঙ্কা।
রিলায়েন্স ইনডাস্ট্রিজের প্রেসিডেন্ট- তরুণ ঝুনঝুনওয়ালা। জেনেসিস অ্যাডভারটাইজিংয়ের এমডি-উজ্বল সিনহা, টিটাগড় রেল সিস্টেমস-এর এমডিও ভাইস-চেয়ারম্যান উমেশ চৌধুরী। এছাড়াও এই প্রতিনিধিদলে রয়েছেন, এফআইসিসিআইয়ের ডিরেক্টর জেনারেল, জ্যোতি ভিজ এবং এফআইসিসিআইয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল মৌসুমী ঘোষ।
এই বৈঠকে বাংলার শিল্পবান্ধব পরিবেশের কথা গুরুত্ব পায়।