
The Truth of Bengal: ইতালির স্বপ্নের শহর ভেনিস শহরকে কে না চেনেন না । শহরের দুপাশে বাড়ি এবং মাঝখান দিয়ে বয়ে চলেছে নীল জলরাশি। সেই জলরাশির রঙ আচমকায় নীল থেকে হয়ে গেল সবুজ। যা দেখে হতভম্ব পর্যটকেরা। কি থেকে এমনটা হল তা জানতে মুখীয়ে রয়েছে স্থানীয় থেকে শুরু করে পর্যটকেরা। সম্প্রতি দুবাইতে ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলা COP 28 ক্লাইমেট সামিটে আলোচনা হয় দ্রুত গতিতে বেরে যাওয়া জলবায়ু পরিবর্তন নিয়ে। জলবায়ু পরিবর্তন রুখতে কি কি ব্যবস্থা নেওয়া দরকার সেই বিষয়েও আলোচনা করা হয় রাষ্ট্র প্রধানের সঙ্গে ।
এই সামিটে জলবায়ুর পরিবর্তন ঠেকাতে কোন গুরুত্বপূর্ণ ব্যবস্থার কথা জানানো হয়নি বলে দাবি একাংশ পরিবেশবিদদের। একটিও দেশ জলবায়ুর পরিবর্তন নিয়ন্ত্রণ করতে কোন পদক্ষেপ নিচ্ছে না । এই নিয়েই পরিবেশবিদদের একাংশ প্রতিবাদ স্বরূপ ভেনিসের জলে সবুজ রঙ মিশিয়ে দেন। রং মেশানো জলের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও তে দেখা যাচ্ছে প্রতিবাদীদের মধ্যে কয়েক জন ভেনিসের জলের উপরে ব্রিজ থেকে ঝুলছে।
হাতে তাদের ব্যানার। সেখানে লেখা আছে পরিবেশকে বাঁচাতে সরকারের কোন ভ্রূক্ষেপ নেই। তারা কেবল আলোচনায় করে চলেছে। কোনরকম পদক্ষেপ নিতে আগ্রহী নয়। পরিবেশবিদদের এই কর্মকাণ্ড নিন্দার ঝড় তুলেছে সর্বত্র। এই বিষয়ে পাল্টা পরিবেশবিদরা জানিয়েছেন এই সবুজ রং ক্ষতিকারক নয়, কয়েক ঘণ্টার মধ্যেই এই জলের রং পুনরায় স্বাভাবিক হয়ে যাবে।