আন্তর্জাতিক

নিউ হ্যাম্পশায়ারে নির্বাচন, মুখোমুখি ট্রাম্প-নিকি হ্যালি

Face to face Trump-Nicky Haley

The Truth of Bengal: ২০২৪ সালের নভেম্বর মাসে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। এখন থেকে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আমেরিকার বিভিন্ন প্রদেশে চলছে রাজনৈতিক তৎপরতা। নির্বাচনের আগে আমেরিকার রাজনৈতিক আবহ আর গরম হয়ে উঠেছে নিউ হ্যাম্পশায়ারের নির্বাচন ঘিরে। রীতিমতো জমে উঠেছে এই নির্বাচনের প্রস্তুতি। আর তারই মধ্যে জমে উঠেছে  রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিয়ে লড়াই। দাবিদার অনেকে।  আগামী সপ্তাহে আমেরিকার নিউ হ্যাম্পশায়ার প্রদেশের প্রাথমিক নির্বাচন।

এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তবে লড়াই থেকে সরে এসেছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। সাউথ ক্যারেলিনার ভোটে তিনি লড়াই করবেন বলে খেলা গিয়েছে। সেই কারণে  এই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসির লড়াই থেকে সরে দাঁড়ানোর কারণে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি লড়াই হতে চলেছে নিকি হ্যালির।

ভারতীয় এই বংশোদ্ভূত রিপাবলিকান এই প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জোরদার লড়াই দিতে চান। আমেরিকার রাজনীতিতে এখন জোড়চর্চা এই নির্বাচন ঘিরে। উল্লেখ্য, প্রাক্তন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েক বছরে নানান বিতর্কে জড়িয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে আদালতে। বহুবার তিনি অভিযোগ করেন তা তাঁকে নির্বাচনে থেকে দূরে রাখতে রাজনৈতিক প্রতিহিংসা চলছে। এরই মধ্যে এই নির্বাচন।

Related Articles