আন্তর্জাতিক

বাংলাদেশে বন্ধ হচ্ছে ডিম-মুরগি খামার, ১০ দফা দাবি তুলে ঘোষণা বিপিএ-র

Egg and chicken farms are being closed in Bangladesh, BPA announces 10-point demands

Truth Of Bengal: বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) ঘোষণা দিয়েছে, আগামী ১ মে থেকে সারা দেশে প্রান্তিক ডিম ও মুরগি উৎপাদনকারী সব খামার বন্ধ থাকবে। সংগঠনটি জানায়, বড় ধরনের লোকসানের কারণে তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিপিএর পক্ষ থেকে জানানো হয়, দেশের সব খামারিকে খামার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সংগঠনের সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, “দেশজুড়ে প্রান্তিক খামারিরা ভয়াবহ লোকসানের মধ্যে আছেন। গত দুই মাসে প্রায় ১ হাজার ২৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে। রমজান ও ঈদের সময় প্রতিদিন ২০ লাখ কেজি মুরগি উৎপাদন করা হয়েছে, যেখানে প্রতি কেজিতে ৩০ টাকা করে লোকসান গুনতে হয়েছে। এতে প্রায় ৯০০ কোটি টাকার ক্ষতি হয়েছে এক মাসে।”

তিনি আরও বলেন, “আমরা কর্পোরেট দাসত্ব মানব না। সরকার যদি সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের খামার বন্ধের কর্মসূচি চলতেই থাকবে।”

বিপিএ ১০ দফা দাবি তুলে ধরেছে সরকারের কাছে। তারা জানিয়েছে, এসব দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রান্তিক খামারিদের দাবি ও সংকট নিয়ে সরকারের কী পদক্ষেপ থাকবে, এখন সেটিই দেখার বিষয়।

Related Articles