আন্তর্জাতিক

লেবাননে শান্তি ফেরাতে মুসলিম ভোটারদের কাছে সামাজিকমাধ্যমে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন

Donald Trump demanded on social media to restore peace in Lebanon to Muslim voters

Truth of Bengal: দুয়ারে কড়া নাড়ছে মার্কিন নির্বাচন। বাকি আছে এক সপ্তাহেরও কম সময়। লেবাননে শান্তি ফেরাতে মুসলিম ভোটারদের কাছে সামাজিকমাধ্যমে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি মধ্যপ্রাচ্যে আক্ষরিক অর্থে শান্তি ফেরাতে চান। লেবাননে ধ্বংস এবং দুভোর্গ কমিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চান।

এবার এমন সময় মার্কিন নির্বাচন হচ্ছে, যখন মধ্যপ্রাচ্য অস্থির। এক বছর ধরে চলা গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ তো থামেইনি, বরং যুদ্ধ বেঁধেছে লেবাননে। আরব বংশোদ্ভূত আমেরিকান এবং মুসলিম ভোটাররা গাজা এবং লেবাননে ইজরায়েলের হামলা নিয়ে উদ্বিগ্ন। ৩০ অক্টোবর (বুধবার) এক্স হ্যান্ডলে ট্রাম্প লিখেছেন, আমার প্রশাসনের সময়, আমরা মধ্যপ্রাচ্যে শান্তি পেয়েছি, এবং খুব শীঘ্রই আমরা আবার শান্তি পাব। আমি কমলা হ্যারিস এবং জো বাইডেনের কারণে সৃষ্ট সমস্যার সমাধান করব এবং লেবাননে দুর্ভোগ ও ধ্বংস বন্ধ করব। আমি মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি দেখতে চাই। সেখানে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করব। যাতে প্রতি ৫ বা ১০ বছরে পর যেন এর পুনরাবৃত্তি না হয়।

ট্রাম্প আরও লিখেছেন, আমি সমস্ত লেবাননের সম্প্রদায়ের মধ্যে সমান অংশীদারিত্ব রক্ষা করব। লেবাননে আপনার বন্ধুবান্ধব এবং পরিবার তাঁদের প্রতিবেশীদের সঙ্গে শান্তি, সমৃদ্ধি এবং সম্প্রীতির সঙ্গে বসবাস করার যোগ্য পরিবেশ নিশ্চিত করতে চাই। এটি শুধুমাত্র মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার সঙ্গেই ঘটতে পারে। আমি আশাবাদী লেবাননের মহান জনগণের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারব। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত লেবানিজ সম্প্রদায়ের সঙ্গে কাজ করে শান্তির জন্য ট্রাম্পকে ভোট দিন।

গত ১ বছর ধরে গাজায় চলা ইজরায়েলের অবর্ণনীয় নিষ্ঠুরতায় ৪৩ হাজার প্যালেস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লক্ষেরও বেশি প্যালেস্তিনি। সেপ্টেম্বর থেকে লেবাননেও অভিযান শুরু করে ইজরায়েল। এমন পরিস্থিতিতে মুসলিম ভোটাররা হিসাব-নিকাশ পাল্টে দিতে পারেন। আর তাই মুসলিম ভোটারদের টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ট্রাম্প ও কমলা।

Related Articles