আন্তর্জাতিক

অক্সফোর্ডে বাংলার কথা তুলে ধরবেন মুখ্যমন্ত্রী, রওনা দিলেন লন্ডন থেকে

Chief Minister to speak about Bengal in Oxford, leaves from London

Truth Of Bengal: অক্সফোর্ডের পথে রওনা হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে একই বাসে রয়েছেন বাংলার একদল প্রতিনিধি। লন্ডন সফরে একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে বেশ কয়েকটি কর্মসূচী পালন করেছেন তিনি। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাঁর বক্তৃতা দেওয়াই লন্ডন সফরের মূল কারণ। সে দিকেই এখন নজর বাংলাবাসীর।

অক্সফোর্ডে আজ ঐতিহাসিক বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী। অভিজাত প্রতিষ্ঠানের গৌরবের তালিকায় যুক্ত হতে চলেছে মুখ্যমন্ত্রীর মূল্যবান বক্তৃতা। বাংলার মুখ্যমন্ত্রী বরাবরই পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে কাজ করেছেন।

তাঁর জনপ্রিয়তম প্রকল্প কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার নারী সমাজের ক্ষমতায়নকে সার্থক করেছে। সেইসব প্রকল্প বিশ্ববন্দিত হয়েছে আগেই। কিভাবে তিনি এই সমাজকল্যাণের ভাবনাকে সার্থকতার সঙ্গে রূপায়ণ করেছেন তা বাংলার রূপকার বিশ্বমঞ্চে তুলে ধরে বিশ্বকে বার্তা দিতে তৈরি। তাঁর এই বক্তৃতা ইতিহাসের পাতায় যুক্ত হবে। এই অক্সফোর্ডে একসময়ে  বক্তব্যে রেখেছেন বিশ্বের কৃতীরা। ঐতিহ্যের প্রতিষ্ঠানে বক্তব্য রাখেন রোনাল্ড রেগন, জিমি কার্টার।

এছাড়াও রিচার্ড নিক্সন, বিল ক্লিটন, দলাই লামা, মাদার টেরেসা ও এই কুলীন শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য রাখেন। গণ্যমান্য বক্তাদের মধ্যে ছিলেন আলবার্ট  আইনস্টাইন, স্টিফেন হকিং এর বিশ্বখ্যাত ব্যক্তিরাও। বিশ্বমানের প্রতিষ্ঠানে  মমতা বন্দ্যোপা্ধ্যায়ের বার্তা আলাদা গুরুত্ব বহন করছে। অক্সফোর্ডে সাধারণত উন্নত চিন্তা-চেতনাও আদর্শবান মানুষদের বক্তব্য পেশের সুযোগ দেওয়া হয়। যাতে সমাজ সমৃ্দ্ধ হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কৌলিন্যের প্রতিষ্ঠানে কৃতিত্বের কথা নিজের মুখে বিশ্ববাসীর সামনে তুলে ধরে বিশেষ ছাপ রাখতে চান।

Related Articles