কলকাতার-লন্ডন বিমান চালু করার জন্য ব্রিটিশ এয়ারওয়েজের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর
Chief Minister requests British Airways to launch Kolkata-London flight

Truth Of Bengal: লন্ডনে শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তৃতায় আবারও কলকাতা ও লন্ডনের মধ্যে বিমান চলাচলের ওপর সওয়াল করলেন। দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী। এই দুই শহরের মধ্যে সরাসরি বিমান চালু হলে আমরা খুশি হব, বললেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই বিমান চালু হলে একটা সিটও ফাঁকা থাকবে না। ব্রিটিশ ও ভারতীয় শিল্পপতিদের সামনে দুই শহরের বিমান যোগাযোগের মধ্য দিয়ে সংযোগ স্থাপনের আহ্বান জানান। কেন্দ্রীয় সরকারের কাছে এর আগে বহুবার এই আবেদন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার লন্ডন শহরে শিল্প বৈঠকে শিল্পপতিদের সামনেও এই আহ্বান জানালেন।
এক সময় কলকাতা ও লন্ডনের মধ্যে বিমান যোগাযোগ ছিল। পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। মুখ্যমন্ত্রী চান আবার নতুন করে জোড়া লাগুক বিমান পথে এই দুই শহর। বাংলার শিল্পক্ষেত্রের বিকাশে এই বিমান যোগাযোগ বিশেষ প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন দুই শহর আকাশপথে জুড়লে বাংলার বিনিয়োগ আরও বাড়বে। শিল্পপতিরা আরও উৎসাহী হবে বাংলায় শিল্প স্থাপনের ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী ব্রিটিশ এয়ারওয়েজ এর কাছে এদিন আহ্বান জানান আকাশপথে দুই শহরের যোগাযোগ স্থাপনের সেতুবন্ধন গড়ে তোলার জন্য।