আন্তর্জাতিক
Trending

কানাডা সরকারের বড়সড় সাফল্য!হরদীপ নিজ্জরের হত্যাকারী চতুর্থ খালিস্তানী সন্ত্রাসবাদী গ্রেফতার

Canadian government's biggest success! The fourth Khalistani terrorist who killed Hardeep Nijjar has been arrested

The Truth Of Bengal: কানাডায় সন্ত্রাস সৃষ্টির অন্যতম কারিগর ছিলেন হরদীপ নিজ্জর। সেই সন্ত্রাসবাদীকে কে বা কারা হত্যা করল তাই নিয়ে আন্তর্জাতিক স্তরে বিতর্ক তৈরি হয়েছে।  এই ঘটনায় ভারতের হাত রয়েছে বলে কানাডা অভিযোগ করে।যদিও জাস্টিন ট্যুডোর সরকার এর সপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি।তার মাঝে এবার কানাডায় চতুর্থ সন্দেহভাজন অপরাধী গ্রেফতার হল।

কানাডা প্রশাসন যে ভারতীয়কে গ্রেফতার করেছে তার নাম অমরদীপ সিং।বছর ২২-এর অমরদীপ ব্রামটন শহরের বাসিন্দা।তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে সে ফাস্ট ডিগ্রি খুনে জড়িত এবং পুরো হত্যাকাণ্ডে তাঁর হাত রয়েছে।হোমিসাইড তদন্তকারী শাখার তরফে আরও জানানো হয়েছে অমরদীপ সিংকে ১১মে গ্রেফতার করা হয়েছে।হরদীপ নিজ্জরের হত্যাকাণ্ডের পিছনে তার পূর্ণ মদত রয়েছে। গ্রেফতারের পরই অভিযুক্তকে পিল আঞ্চলিক পুলিশের হেফাজতে নিয়ে যআওয়া হয়। আগ্নেয়াস্ত্র বহন করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে অমরদীপ সিংয়ের বিরুদ্ধে। আইএইচআইটির সুপারটেন়ডেন্ট মনদীপ মুকের জানিয়েছেন,এই গ্রেফতারিটা আসলে তদন্ত প্রক্রিয়ার অঙ্গ।যারা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে জড়িত আছে তাদের গ্রেফতার করা হচ্ছে।

কাউকে যে রেয়াত করা হবে না সেই কড়া বার্তাও দিয়েছেন তিনি। প্রসঙ্গতঃ হরদীপ সিং নিজ্জরের বয়স ছিল ৪৫বছর।তাঁকে গুরু নানক শিখ গুরদুয়ারার বাইরে খুন করার অভিযোগ উঠেছে। সুরে এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয়।এর আগে ৩ মে ৩ ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়।যারা হল বছর ২২এর করন ব্রার,বছর ২২-র কমলপ্রিত সিং এবং বছর ২৮এর করণপ্রিত সিং।এই ৩জনই এডমনটন এলাকায় থাকে।তাদের বিরুদ্ধে ফাস্ট ডিগ্রি খুন ও ষড়যন্ত্রের বড়সড় অভিযোগ উঠেছে।

 

Related Articles