ইজরায়েলের প্রস্তাবে মান্যতা দিতে হামাসের বিপক্ষে ব্লিঙ্কেন?
blinken against hamas for israel

The Truth of Bangla : যুদ্ধ-পাল্টা যুদ্ধের জেরে রক্তক্ষয়ী অবস্থার সৃষ্টি হয়েছে প্যালেস্টাইনে। এমনকি, হামাসের তরফে জানানো হয়েছে, রবিবার রাতে ইজরায়েলি সেনার ভয়াবহ হামলার জেরে প্রাণ গেছে প্রায় ৬৬ জনের। আর এই যুদ্ধকালীন পরিস্থিতিতে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বললেন, ইজরায়েলের প্রস্তাবকে মান্যতা দিতে হামাসের এগিয়ে আসা উচিত। হামাসের উচিত, ইজরায়েলের ‘বন্দি বিনিময়ের’ প্রস্তাব মেনে নেওয়া।
অপরদিকে, ব্লিঙ্কেনের আরও বক্তব্য- ” হামাস যেন দ্রুত ইজ়রায়েলের ‘অত্যন্ত উদার’ প্রস্তাবটি মেনে নেয় এবং ইজ়রায়েলের বন্দিদের মুক্তি দেয়।” উল্লেখ্য, ইজরায়েলের তরফে সামনে আনা এই প্রস্তাবকে মোট দুভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে উভয়পক্ষেরই বন্দিদের ছাড়ার কথা বলা হয়েছে। আর দ্বিতীয় পর্বে, যুদ্ধবিরতি মেনে চলার। তবে, হামাস এই প্রস্তাবকে কতটা মান্যতা দেয়, এমন সেটাই দেখার।