আন্তর্জাতিক

ঘুম উড়েছে বিল গেটসের! যুদ্ধ-আতিমারী নিয়ে চিন্তিত ধনকুবের

Bill Gates fell asleep! A millionaire worried about war criminals

Truth Of Bengal: যুদ্ধ ও আতিমারীর জেরে ঘুম উড়েছে বিল গেটসের। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এর আগেও সাইবার অ্যাটাক ও জলবায়ু বিপর্যয় নিয়ে সতর্কবার্তা দিয়েছেন সমস্ত মানুষকে। কিন্তু তার থেকেও যুদ্ধ-অতিমারীর জন্য তিনি বেশি চিন্তিত। এক সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।

তাই চিন্তার কারণ হলো, যদি আবারো কোভিড-19 এর মত কোন ভয়াবহ অতিমারী হাজির হয় মানুষের দোরগোড়ায়, তাহলে গোটা বিশ্বকে কী সামাল দিতে পারবে আমেরিকা? সেই চিন্তায় চিন্তিত ধনকুবের বিল গেটস। কারণ তার ধারণা, করোনাকালে মার্কিন মুলুকের যে ভূমিকা সবাই আশা করেছিল সে ভূমিকা মার্কিন মুলক পালন করতে পারেনি।

মাইক্রোসফট প্রতিষ্ঠাতার ধারনা এখন যা পরিস্থিতি তাতে অচিরেই গোটা বিশ্বে ভয়ংকর যুদ্ধ শুরু হতে পারে। আর কোনোভাবে এই যুদ্ধ এড়ানো গেলেও, আগত ২৫ বছরের মধ্যে বিশ্বব্যাপী চেয়ে যেতে পারে অতিমারী।

২০২২ সালে বিশ্বব্যাপী করোনা অতিমারী শুরু হওয়ার পর বিল গেটস লিখেছিলেন ‘হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক’। তার আগে ২০১৫ সালে বিল জানিয়েছিলেন, গোটা বিশ্বে চেয়ে ‘সুপার ভাইরাস’। আবারো তার কণ্ঠে সেই আতঙ্কের সুর। বাকিটা এবার সময়ের হাতে।

Related Articles