আন্তর্জাতিক

অনূর্ধ্ব ১৬ বছরের কিশোর-কিশোরীদের জন্য সোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ অস্ট্রেলিয়ায়

Australia bans social media use for teenagers under 16

Truth Of Bengal: এবার পাশ হল ঐতিহাসিক বিল। যেখানে ১৬ বছরের কম কিশোর-কিশোরীদের জন্য ব্যান করা হল সোশাল মিডিয়া। এমনই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো অস্ট্রেলিয়া। বুধবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হল সেই বিল।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজ পূর্বেই জানিয়েছিলেন, এই আইন আনতে প্রস্তাব পেশ করা হবে। অবশেষে এদিনই সেই বিল পাশ হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজের লেবার সরকার এদিন বিলটি পেশ করার পর তার পক্ষে ভোট পড়ে ১০২টি। বিপক্ষে মাত্র ১৩টি ভোট। গুগল ও মেটার তরফে এই বিল পেশে বিলম্বের প্রস্তাব থাকলেও বুধবার পাশ হয়ে গেল এই আইন।

বুধবারই সেনেটে বিলটি নিয়ে আলোচনা হওয়ার কথা। সরকারের পরিকল্পনা রয়েছে, বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু করার। যাতে বায়োমেট্রিকের মতো পদ্ধতি কিংবা সরকারি আইডি পেশ করে তবেই লগ ইন করা যাবে সোশাল মিডিয়ায়।

Related Articles