আন্তর্জাতিক

ইজরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন প্যালেস্তিনি নিহত

At least 45 Palestinians were killed in Israeli airstrikes

Truth of Bengal: উত্তর গাজার বেইত লাহিয়ায় ইজরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ প্যালেস্তিনি নিহত হয়েছেন। শনিবার রাতে পৃথক ইজরায়েলি হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় কোনও আগাম সতর্কতা ছাড়াই জনবহুল ওই এলাকায় হামলা চালায় ইজরায়েল।

এতে অন্তত ৩৫ জন নিহত আর বহু মানুষ আহত হয়েছেন। এর কিছু সময় পরে অপর এক হামলায় ১০ প্যালেস্তিনি নিহত হন বলে জানিয়েছে প্যালেস্টাইনের বার্তা সংস্থা ওয়াফা। নিহত ও আহতদের মধ্যে অনেকেই শিশু, মহিলা ও বৃদ্ধ। অ্যাম্বুলেন্স সঙ্কট এবং ওই অঞ্চলে যাওয়ার সব পথ ইজরায়েলি সেনারা আটকে রাখায় হামলার পর উদ্ধার অভিযান চালাতে পারেনি কর্তৃপক্ষ।

বেইত লাহিয়ার অন্তত পাঁচটি বাড়িতে এই হামলা চালানো হয়। গত তিন সপ্তাহ ধরে উত্তর গাজায় আগ্রাসন চালাচ্ছে ইজরায়েল সেনাবাহিনী। এরে বাস্তুচ্যুত হয়েছেন সেখানকার হাজারো বাসিন্দা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া, বেইত হানুন এবং বেইত লাহিয়ায় গত তিন সপ্তাহে ইজরায়েলি হামলায় প্রায় ৮০০ প্যালেস্তিনি নিহত হয়েছেন।

Related Articles