
The Truth of Bengal: নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে সমগ্র বিশ্বকে মুড়েছে ঠাণ্ডার চাদর। কোথাও বৈছে শীতের শীতল হাওয়া, কোথাও আবার বৃষ্টির বরফ পড়তে দেখা যাচ্ছে। বাদ থাকল না মার্কিন যুক্তরাষ্ট্রও। দেশের সর্বত্র ঢেকেছে সাদা বরফে। আমেরিকার পূর্বাঞ্চল জুড়ে বরফের পুরু আস্তরণ। একাধিক জায়গায় ব্যাহত হয়েছে যান চলাচল। রাস্তা থেকে ক্রেন দিয়ে বরফ সরানো হলেও পুনরায় বরফের বৃষ্টিতে ঢেকে যাচ্ছে শহরের রাস্তাঘাট।
তুষার বৃষ্টির পাশাপাশি তুষার ঝড়ের কবলে পড়ে দেশের প্রায় ১২ টি জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে সমস্যায় পড়তে হয়েছে প্রায় ৮ লক্ষ বাসিন্দাদের। পানীয় জলের ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে দেশের একাধিক প্রান্তে। বছরের দ্বিতীয় সপ্তাহেই ৩০ থেকে ৪০ মাইল প্রতি ঘণ্টা বেগে প্রবাহিত হচ্ছে তুষার ঝড়।
এই পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোনোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। এই পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে পর্যটন। নিউ ইয়র্কেও জারি করা হয়েছে তুষার ঝড়ের সতর্কতা। তুষার ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টি এবং উপকূল অঞ্চলে বন্যা সতর্কতাও জারি করা হয়েছে।