দেশ

দিল্লি দূষণে দায়ী যোগী সরকার? এমনই দাবি দিল্লির পরিবেশ মন্ত্রীর

Delhi pollution

The Truth of Bengal: দিল্লির বাতাসে দূষণ নতুন কিছু নয় । দিন দিন দিল্লির বাতাসের গুনমাণ খারাপ থেকে অত্যন্ত খারাপ হচ্ছে । নবরাত্রির সময় থেকেই যে হারে বায়ুদূষণ হচ্ছে দিল্লিতে , তাতে মাথায় হাত দিল্লি সরকারের ।  ইতিমধ্যেই ৪৬০ ছুঁয়ে ফেলে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স । এই পরিস্থিতিতে দিল্লি সরকার শহরের সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন।

যদিও দিল্লি সরকার এই সাংঘাতিক পরিমাণে দূষণের দায় ঠেলে দিয়েছে যোগী রাজ্যের দিকে। ক্রমাগত উত্তর প্রদেশ থেকে আসা বাসের কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে দিল্লি বলে দাবি করেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ থেকে আগত ডিজেল চালিত গাড়ি নিষিদ্ধ বলেও দাবি করেন তিনি। গাড়ির পরিবর্তে দিল্লি নাগরিকদের মেট্রোতে যাওয়ার পরামর্শ দিয়েছেন দিল্লি সরকার।

পুরো বিষয় নিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কড়া নজর দেওয়ার আবেদন জানান দিল্লির পরিবেশ মন্ত্রক। প্রশাসন সূত্রে জানানো হয়েছে রাজধানীতে আরও ১ হাজার সিএনজি বাস নামানো হবে । দূষণ কমাতে এবং সর্বত্র কড়া নজরদারির ক্ষেত্রে ৫২ টি দল মোতায়েন করা হয়েছে । সামনেই দীপাবলি । আলোর উৎসবে সমগ্র রাজধানী জুড়ে কি পদক্ষেপ গ্রহণ করবে দিল্লি সরকার সেটাই এখন দেখার।

Free Access

Related Articles