দেশ
Trending

Weather : দক্ষিণে ভারী বৃষ্টি! বঙ্গের আবহাওয়া কী বলছে? জানুন …

Weather : Heavy rain in the south! What is the weather of Bengal telling?

The Truth Of Bengal : এবার গ্রীষ্মের এই প্রচন্ড দাবদাহ থেকে ফিরছে স্বস্তি। দক্ষিণবঙ্গের তামিললাড়ু অঞ্চলের কাছাকাছি একটি ঘূর্ণিঝড়ের সঞ্চালন রাজ্যে বিপুল বৃষ্টি এনেছে। এটি বাইশে মে পর্যন্ত থাকবে। দক্ষিণের জেলাগুলিতে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কুড়ি মে পর্যন্ত দক্ষিণের দুটি জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে রাজ্যে মাত্র কয়েকদিন আগে পর্যন্ত গ্রীষ্মের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সেই রাজ্য এবার দশ দিনের জন্য স্বস্তি পাবে। আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র থেকে জানানো হয়েছে মান্নার উপসাগর, কোমরিন এলাকা এবং দক্ষিণ তামিলনাড়ুর ওপর ২২ শে মে পর্যন্ত বাতাস থাকবে। সেখানে ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে এবং ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগ পর্যন্ত হাওয়া চলবে।

এই ভারী বর্ষণ রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাবে। কুড়ি মে পর্যন্ত পশ্চিমঘাট পর্বত অঞ্চলের দুটি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অবিরাম বৃষ্টি এবং আগামী পাঁচ দিন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নামবে বলে জানা যাচ্ছে। আইএমসি পূর্বাভাস দিয়েছে যে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাবে। ইতিমধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৬ সেমি বৃষ্টিপাত হয়েছে ভালপারাই, এবং কোয়েম্বাটুর অঞ্চলে। চেন্নাইয়ের নুঙ্গামবাক্কাম, এবং মিনামবাক্কামে যথাক্রমে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮.১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ছিল। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের পরিচালক পি সেনথামারাই কল্যান বলেছেন একটি ঘূর্ণিঝড় রাজ্যে যথেষ্ট বৃষ্টিপাত ডেকে আনবে। গ্রীষ্মকালের রাজ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের জন্য যা স্বাভাবিক নয়। আইএমসি ৩১ শে মে পর্যন্ত কেরলের উপর দক্ষিণ-পশ্চিম বর্ষা শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছে। দক্ষিণের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা বলেছেন কেরলে বর্ষা শুরু হওয়ার সময় প্রাথমিকভাবে তামিলনাড়ুর উপকূলীয় অংশে তাপমাত্রার পারদের স্তর উপরে উঠতে পারে। বর্ষা অগ্রসর হওয়ার সাথে সাথে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নামতে শুরু করবে।

এবার যদি চোখ রাখা যায় দক্ষিণবঙ্গে অর্থাৎ বাংলায়। তাহলে কিন্তু এবার ঝড় বৃষ্টির পালা শেষ। একদিকে কেরলে তুমুল বর্ষণের সম্ভাবনা অন্যদিকে বাংলায় তাপপ্রবাহের চোখ রাঙানি ফিরছে। আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস যে এবার হুর মুড়িয়ে বাড়বে তাপমাত্রা। এই সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। গত ৩-৪ দিনেই তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। এবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে আগামী দু দিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়বে। চলতি সপ্তাহে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে বাংলার বিভিন্ন জেলায়। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পেরোবে ৪০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। এছাড়া দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান এই চারটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। বলা হচ্ছে শনিবার ও রবিবার কলকাতায় অসহ্যকর গরম থাকতে পারে। এছাড়া থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। যদিও রবিবার থেকেই অর্থাৎ ১৯ মে থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি গত শুরু হতে পারে। ১৯ মে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও বীরভূমে। এরপর কুড়ি তারিখ পঞ্চম দফার ভোটের দিন বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এরপরে ২১ তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিন বৃষ্টি সম্ভাবনা রয়েছে হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায়।

পরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কাল থেকে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সমতলের পাশাপাশি বিভিন্ন জায়গায় গরম এবং অস্বস্তি থাকবে। সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৭ তারিখ অর্থাৎ আজ। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ১৮ তারিখে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিংপং, এবং জলপাইগুড়ি এই পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি চলবে বড় বিবার পর্যন্ত।

Related Articles