দেশ

নিট ও নেটের দুর্নীতি নিয়ে কংগ্রেসের তুমুল বিক্ষোভ,সংসদেও প্রবল ঝড় তুলতে চলেছে বিরোধী শিবির

Violent protest of Congress over the corruption of NET and NEET

The Truth of Bengal: নিটও নেটের জোড়া দুর্নীতি নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। কেন এই চিকিত্সকদের প্রবেশিকা পরীক্ষা ও অধ্যাপকদের নিয়োগ পরীক্ষায় বেনিয়ম হচ্ছে সেই প্রশ্ন তুলে শুক্রবার আন্দোলনে নামে কংগ্রেস। দিল্লি সহ একাধিক জায়গায় বিক্ষোভ শুরু করেছেন পরীক্ষার্থীরা। এর মাঝে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে পড়ুয়াদের অসন্তোষ তীব্রতর হওয়ায় বাড়ছে তার অস্বস্তি। তাই একপ্রকার বাধ্য হয়েই আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান বাতিল করেন তিনি। শুক্রবার বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস।

জম্মু ও কাশ্মীরে দশম আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রীনগর থেকে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন তিনি। কেন প্রধানমন্ত্রী পালিয়ে বেড়াচ্ছেন সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেসের নেতা জয়রাম রমেশ।তিনি ঘোষণা করেছেন বিজেপি বিরোধী আন্দোলনের সুর আরও চড়বে। এর মাঝে দিল্লি বিশ্ববিদ্যালয়ে যোগ দিবস পালন করার কথা ছিল ধর্মেন্দ্র প্রধানের। অনুষ্ঠানের আগেই পড়ুয়ারা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তুমুল স্লোগান দেন। কালো পতাকা দেখান পড়ুয়ারা।

তাঁরা সাফ জানিয়ে দেন, ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীকে আসতে দেওয়া হবে না। চাপে পড়ে অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। এবার সংসদে কংগ্রেস নিটও নেটের জোড়া দুর্নীতি নিয়ে সোচ্চার হতে চায়। তৃণমূল কংগ্রেস,সমাজবাদী পার্টি,ডিএমকে,এনসিপি সহ অন্যান্য দলের সঙ্গে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের আলোচনা চলছে।ফ্লোর কো-অর্ডিনেশন করে সরকার বিরোধী চাপ বাড়াতে তৈরি হচ্ছে বিরোধীরা।ইন্ডিয়া জোটের সংঘবদ্ধ প্রতিবাদের মুখে সরকারকে যে পড়তে হবে তার আভাসও মিলছে।

Related Articles