দেশ

জয়া প্রদাকে পলাতক ঘোষণা করল উত্তর প্রদেশ আদালত,গ্রেফতারের নির্দেশ!

Uttar Pradesh court declared Jaya Prada absconding

The Truth of Bengal: জয়া প্রদাকে ‘পলাতক’ ঘোষণা করে অবিলম্বে তাঁকে গ্রেফতারের নির্দেশ দিল উত্তরপ্রদেশ আদালত। আচরণ বিধি লঙ্ঘন সংক্রান্ত দু’টি মামলায় সমন জারি করেছিল উত্তরপ্রদেশ আদালত। পাশাপাশি উত্তরপ্রদেশের রামপুরের প্রাক্তন সাংসদ  তথা অভিনেত্রী জয়া প্রদার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়নাও জারি করা হয়। কিন্তু বারবার হাজিরা এড়িয়ে যাওয়ায়, এবার কড়া পদক্ষেপ নিল আদালত। ৬ মার্চের মধ্যে তাঁকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। এদিকে এমপিএমএলএ স্পেশ্যাল কোর্টের তরফে জানানো হয়েছে, ২০১৯ সালে লোকসভা ভোটের সময় নির্বাচন প্রক্রিয়া চলাকালীন নিয়ম লঙ্ঘন করেছেন জয়াপ্রদা।

জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হলেও আদালতে হাজির হননি তিনি। এবার জয়া কেসে এমপিএমএলএ স্পেশ্যাল কোর্টের তরফে শোভিত বনসলের নির্দেশে পুলিশকে একটি বিশেষ দল তৈরি করতে বলা হয়। ৬ মার্চের মধ্যে জয়াপ্রদা যেন আদালতে হাজিরা দেন তা নিশ্চিত করতেই এই বিশেষ দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন জয়া প্রদা। এর পাশাপাশি তেলুগু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

পরে ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে ১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টিতে যোগ দিয়েছিলেন জয়া প্রদা। শুরু হয় রাজনৈতিক জীবন। পরে তিনি রাজ্যসভার পাশাপাশি লোকসভার সদস্য হয়েছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রামপুর থেকে বিজেপি প্রার্থী ছিলেন অভিনেত্রী জয়া প্রদা। এর আগে ২০০৪ ও ২০০৯ সালে ওই রামপুর কেন্দ্রে থেকেই সমাজবাদী পার্টির টিকিটে লড়েছিলেন তিনি। পরে সমাজবাদী পার্টি থেকেও বহিষ্কার করা হয় তাঁকে। তবে আদালত ৬ মার্চের মধ্যে  জয়াকে গ্রেফতারির যে নির্দেশ দিয়েছে তারপর ঠিক কি ঘটে সেটাই এখন দেখার।

Related Articles