দেশ

ঠাণ্ডা মাথায় কেজরিকে খুনের চক্রান্ত চলছে, কেন বললেন একথা সৌরভ ভরদ্বাজ ?

There is a conspiracy to kill Kejri in cold blood

The Truth of Bengal:দেশ তোলপাড়, গুরুতর অভিযোগ আম আদমি পার্টির । তিহার জেলে  বন্দি কেজরিওয়ালকে ঠাণ্ডা মাথায় খুনের চক্রান্ত চলছে।সেজন্য জেলের ভিতরে ইনস্যুলিন দেওয়া হচ্ছে না। এই মারাত্মক অভিযোগ করেছেন সৌরভ ভরদ্বাজ।বলা যায়,দিল্লির মুখ্যমন্ত্রী এখন টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন।এই অবস্থায় ফ্যামিলি ডক্টর তাঁকে নিয়মিত ইনস্যুলিন নিতে বলছেন।জেলবন্দি কেজরিওয়ালকে চিকিত্সকরা সেই পরামর্শ দেন,তবুও জেল কর্তৃপক্ষ তাঁকে ইনস্যুলিন নিতে দিচ্ছেন না বলে অভিযোগ।

দিল্লিতে সাংবাদিকদের ডেকে এই কথা দাবি করেছেন সৌরভ। গত ২০-২২বছর ধরে অরবিন্দ কেজরিওয়াল ডায়াবেটিসে ভুগলেও এই পরিকল্পিত খুনের চেষ্টা চলছে বলে আম আদমি পার্টির মুখপাত্রের অভিযোগ।এর আগে কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি এবিষয়ে সওয়াল করেন,যে রীতিমতো ভেবে চিন্তেই এই কাজ করা হচ্ছে।এই ধরণের ঠাণ্ডা মাথায় কাজ আসলে মর্মান্তিকও ভয়ঙ্কর বলে উল্লেশ করেছেন সিংভি।এমনকি আপের তরফে জানানো হয়েছ,জেলের ভিতর ব্লাড সুগার মাপার জন্য যে মেশিন দেওয়া হয়েছিল তাও এখন কাজে লাগানো হচ্ছে না।

নানা কারণ দেখিয়ে ব্লাড সুগার মাপার যন্ত্র বন্ধ করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ আপের শীর্ষ নেতৃত্বের।এর আগে তিহাড় জেলে দিল্লির মুখ্যমন্ত্রীকে ইনস্যুলিন না দেওয়ার   অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন দিল্লির উপরাজ্যপাল বিকে সাক্সেনা। তিনি রিপোর্ট তলব করেছেন। খতিয়ে দেখতে চান আপের অভিযোগ কতটা সত্যি। আপ অবশ্য উপরাজ্যপালের নির্দেশে গভীর ষড়যন্ত্রের কথা তুলে ধরছে।আসলে নানা চাপ সৃষ্টি করে কেন্দ্রের প্রতিনিধি নিজের হাতে রাশ ধরে রাখার প্রক্রিয়া জারি রাখছে বলে তাঁদের অভিমত়।

Related Articles