দেশ

খালি পায়েই দিন গুজরান করেন গোটা গ্রামের মানুষ! পবন কল্যাণের উপহারে হাসি ফুটল মুখে

The whole village lives barefoot! Pawan Kalyan's gift brings a smile to his face

Truth of Bengal: অন্ধ্রপ্রদেশের পেডাপাডু গ্রামের মানুষরা বছরের পর বছর ধরে খালি পায়ে ঘুরে বেড়ান। গ্রীষ্মের দাবদাহ হোক বা শীতের কনকনে ঠান্ডা—পায়ে জুতো নেই কারও। সেই কষ্টের জীবন চোখে দেখে আবেগে ভেসে যান রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ।

দু’দিনের জন্য আরাকু ও ডুমব্রিগুডা সফরে গিয়ে তিনি পা রাখেন এই অবহেলিত গ্রামে। সেখানেই চোখে পড়ে, পাঙ্গি মিঠু নামে এক বৃদ্ধা খালি পায়ে হাঁটছেন। শুধু তিনি নন, গ্রামে বহু মানুষ জুতো ছাড়াই দিন কাটান। এই দৃশ্য পবনের মনে গভীর প্রভাব ফেলে।

তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন—গ্রামের সব মানুষকে জুতো উপহার দেবেন। গ্রামে ঠিক কতজন বাসিন্দা রয়েছেন, তা জানার পর নিজের দফতরের কর্মীদের নির্দেশ দেন উপযুক্ত ব্যবস্থা নিতে। খুব অল্প সময়ের মধ্যে প্রায় ৩৫০ জন গ্রামবাসীর হাতে তুলে দেওয়া হয় নতুন জুতো।

এই উপহার পেয়ে উচ্ছ্বসিত গ্রামবাসীরা। তাঁদের একজন বলেন, “পবন স্যর আমাদের কাছে এসে আমাদের কথা শুনেছেন। এর আগে কেউ আমাদের এমনভাবে গুরুত্ব দেয়নি। তিনি শুধু নেতা নন, এক জন সত্যিকারের মানুষ।”

উল্লেখ্য, পবনের এই সফর মূলত হওয়ার কথা ছিল ৯ এপ্রিল। তবে সিঙ্গাপুরের একটি স্কুলে আগুন লাগার ঘটনায় তাঁর পুত্র আহত হওয়ায় সফরটি পিছিয়ে যায়।

এভাবেই মানুষের অসুবিধা দেখেই পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার নজির গড়লেন পবন কল্যাণ। ছোট একটি উদ্যোগে বদলে দিলেন একটি গ্রামের হাসির চেহারা।

Related Articles